কলকাতা পুলিশ পরীক্ষা প্রশ্ন ও উত্তর ২০২৩ (Set-6) মক টেস্ট| Kolkata Police Preliminary Exam GK MCQ

Kolkata Police Preliminary Exam GK MCQ (Set-6) Mock Test: প্ৰিয় পরীক্ষার্থীরা, আগামী কলকাতা পুলিশ প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য মোট ২০ টি গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করবো। আপনাদের যাদের কলকাতা পুলিশ পরীক্ষা আছে তাঁরা আজকের এই কুইজটিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। কলকাতা পুলিশ ছাড়াও আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আজকের এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য।

Quiz – এর নিয়মাবলী :-

  • প্রত্যেক Set – এ মোট ২০ টি করে প্রশ্ন আছে। প্রত্যেক ট্যা প্রশ্নের ৪ টি করে অপশন দেওয়া আছে।
  • সঠিক অপশনের পাশে ON /OFF চিহ্নতে ক্লিক করুন
  • সম্পূর্ণ ২০ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে FINISH BUTTON – এ ক্লিক করুন।
  • FINISH BUTTON – এ ক্লিক করলেই আপনাদের কুইজের স্কোর ( RESULT ) দেখতে পাবেন।

#1. কোন ভারতীয় রাজ্য আয়তন ও জনসংখ্যা নিরিখে একই স্থানে আছে ?

#2. রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় ?

#3. নিম্নলিখিত কোন নদীর উপর সরদার সরোবর বাঁধ নির্মিত ?

#4. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

#5. ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমি বায়ুর ফলে হয় ?

#6. সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে ?

#7. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে ?

#8. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?

#9. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে বেশিরভাগ মানুষ শহরে বসবাস করে ?

#10. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে ?

#11. বাঁসদা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

#12. ভাতরাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?

#13. সালেম লৌহ - ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?

#14. ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয় ও উৎপাদন হয় কোন রাজ্যে ?

#15. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় ?

#16. সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

#17. পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

#18. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

#19. কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাবে বিভক্ত করেছে ?

#20. ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয় ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment