Kolkata South Eastern Railway Apprentice Recruitment 2023: কলকাতা শহরে দক্ষিণ-পূর্ব রেলওয়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মে মোট ১৭৮৫টি শূন্য পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মাধ্যমিক ও ITI করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। গ্রহী প্রার্থীরা এখানে ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। South Eastern Railway Apprentice Recruitment 2023 তে কিভাবে আবেদন করবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | South Eastern Railway |
---|---|
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | ১৭৮৫ টি |
চাকরির ধরন | সরকারি চাকরি (শিক্ষানবিশ) |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | www.rrcser.co.in |
টেলিগ্রাম | Join Here |
কলকাতার দক্ষিণ পূর্ব রেলওয়ে-তে শিক্ষানবিশ নিয়োগ ২০২৩ (Kolkata South Eastern Railway Apprentice Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) দ্বারা বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ট্রেডের নাম নিচে উল্লেখ করা হয়েছে।
মোট শূন্যপদ (South Eastern Railway Apprentice Vacancy 2023)
এখানে সব মিলিয়ে মোট ১৭৮৫টি শুন্য পদ আছে। ট্রেড অনুযায়ী শূন্য পদের সংখ্যা নিচের ছকের মধ্যে দেওয়া রয়েছে।
ট্রেডের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Kharagpur Workshop | ৩৬০ টি |
Signal & Telecom(Workshop)/KHARAGPUR | ৮৭ টি |
Track Machine Workshop/KHARAGPUR | ১২০ টি |
SSE(Works)/Engg/KHARAGPUR | ২৮ টি |
Carriage & Wagon Depot/KHARAGPUR | ১২১ টি |
Diesel Loco Shed/KHARAGPUR | ৫০ টি |
Sr.DEE(G)/KHARAGPUR | ৯০ টি |
TRD Depot/Electrical/KHARAGPUR | ৪০ টি |
EMU Shed/Electrical/TPKR | ৪০ টি |
Electric Loco Shed/Santragachi | ৩৬ টি |
TRD Depot/Electrical/RANCHI | ১০ টি |
SSE(Works)/Engg/RANCHI | ১০ টি |
Carriage & Wagon Depot/CHAKRADHARPUR | ৬৫ টি |
Electric Loco Shed/TATA | ৭২ টি |
Flash Butt Welding Plant/JHARSUGUDA | ২৫ টি |
SSE(Works)/Engg/ADRA | ২৪ টি |
SSE(Works)/Engg/CHAKRADHARPUR | ২৬ টি |
Electric Loco Shed/BONDAMUNDA | ৫০ টি |
Diesel Loco Shed/BONDAMUNDA | ৫২ টি |
Engineering Workshop/SINI | ১০০ টি |
Track Machine Workshop/SINI | ০৭ টি |
Sr.DEE(G)/ADRA | ৩০ টি |
Carriage & Wagon Depot/ADRA | ৬৫ টি |
Diesel Loco Shed/BKSC | ৩৩ টি |
Sr.DEE(G)/CHAKRADHARPUR | ৯৩ টি |
Electric Traction Depot/CHAKRADHARPUR | ৩০ টি |
TRD Depot/Electrical/ADRA | ৩০ টি |
Electric Loco Shed/BKSC | ৩১ টি |
Carriage & Wagon Depot/RANCHI | ৩০ টি |
SR.DEE(G)/RANCHI | ৩০ টি |
মোট শূন্যপদ | ১৭৮৫ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
South Eastern Railway Apprentice Recruitment 2023-তে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হব এবং ট্রেড সংক্রান্ত ITI কোর্স করে থাকা প্রয়োজন।
বয়সসীমা (Age Limit)
South Eastern Railway Recruitment 2023 এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবেদন পদ্ধতি (South Eastern Railway Apprentice Recruitment 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে South Eastern Railway-এর যে কোন ট্রেডের শিক্ষানবিশ পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে www.rrcser.co.in ওয়েবসাইট খুলুন।
- এরপর নোটিফিকেশন বিভাগে যান।
- Apprentice আবেদন সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন।
- যোগ্যতা অনুযায়ী ট্রেড বেছেনীন।
- অনলাইন আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন)।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে দেখে নেবেন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য একশ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PH এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদনমূল্যের প্রয়োজন নেই। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এখানে আবেদনমূল্য জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
আগ্রহী ও যোগ্যপ্রার্থী South Eastern Railway-তে এপ্রেন্টিস (Apprentice) পদে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
Kolkata South Eastern Railway Apprentice Recruitment 2023 তে আবেদনকারী চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। আরো বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.১২.২০২২ |
আবেদন শুরু | ২৭.১২.২০২২ |
আবেদন শেষ | ০২.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
South Eastern Railway Kolkata Apprentice Recruitment 2023 – F.A.Q
South Eastern Railway Apprentice Vacancy 2023-তে আবেদন শুরু কতো তারিখ?
South Eastern Railway Apprentice Vacancy 2023-তে আবেদন শুরু ২৭ নভেম্বর ২০২২
South Eastern Railway Apprentice Recruitment 2023-তে আবেদন করার শেষ তারিখ কত?
South Eastern Railway Apprentice Recruitment 2023-তে আবেদন করার শেষ তারিখ হলো ২ ফেব্রুয়ারি ২০২৩।
South Eastern Railway Recruitment 2023-তে আবেদন করবো কিভাবে?
www.rrcser.co.in ওয়েবসাইটে গিয়ে South Eastern Railway Recruitment 2023-তে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ পদ্ধতি উপরে দেওয়া রয়েছে।