কৃষি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাস হলেই আবেদন যোগ্য

Krishi Vigyan Kendra Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ দপ্তরে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদে Stenographer, Driver সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস এবং উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ২০ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কনিয়োগ সংস্থাKrishi Vigyan Kendra, Kalyan
পদের নামStenographer,Driver
মোট শূন্যপদ০৩ টি
বেতন (₹)৫,২০০ – ২০,২০০/-
আবেদন মোডঅফলাইন
স্থানপুরুলিয়া
ওয়েবসাইটwww.kalyankvk.org
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে। সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Stenographer
  • Driver
  • Skilled Support Staff

মোট শূন্যপদ (Total Vacancy)

কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Stenographer০১ টি
Driver০১ টি
Skilled Support Staff০১ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Stenographer পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম সমন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। Driver পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। Skilled Support Staff পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সহ যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে ITI ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে Stenographer পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৬ বছর বয়সের মধ্যে হতে হবে। Driver পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। Skilled Support Staff পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

পদ অনুযায়ী বেতনর পরিমাণ নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Stenographer৫,২০০/- থেকে ২০,২০০+২,৪০০/-
Driver৫,২০০/- থেকে ২০,২০০+২,০০০/-
Skilled Support Staff৫,২০০/- থেকে ২০,২০০+১,৮০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে Stenographer, Driver এবং Skilled Support Staff পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে একজন চাকরি প্রার্থী একটি পদে শুধু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.- Vivekanandanagar, District : Purulia, West Bengal, PIN- 723147

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণ দপ্তর এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ২০ জুলাই ২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬.০৬.২০২৩
আবেদন শুরু২৬.০৬.২০২৩
আবেদন শেষ২০.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদনপত্র: Form 1 | Form 2
  • অফিসিয়াল ওয়েবসাইট: kalyankvk.org
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment