Lakshmir Bhandar Update : পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষীর ভান্ডার। মার্চ মাসেই লক্ষীর নিয়ে খুশির খবর। নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেশ কিছু আপডেট উঠে এসেছে। এই প্রকল্পের মূল্য লক্ষ ছিল মহিলাদের নিজের খরচ নিজেও চালাতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী আজ পর্যন্ত এই Lakshmir Bhandar প্রকল্পের টাকা মহিলারা পাচ্ছেন।

Lakshmir Bhandar এর এই সুবিধা কারা কারা পাবেন
আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণী মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা এবং তপসিলি মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সাহায্য পাচ্ছেন।এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৫০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছি। এই সংখ্যা আরও দ্বিগুন হবে বলে আশা করা যায়।
Lakshmir Bhandar প্রকল্পের আওতায় সকল মহিলাদের এই মার্চ মাসেই বিশাল খুশির খবর ঘোষণা করা হয়েছে। চলতি অর্থাৎ এই মার্চ মাসেই সাধারণ শ্রেণীর মহিলারা ৯০০ টাকা এবং তপসিলি মহিলারা ১৪০০ টাকা পেতে চলেছে, অর্থাৎ ৪০০ টাকা বেশি পাওয়া যাবে নতুন ঘোষনা অনুযায়ী। কিন্তু সকল মহিলারা এই সুবিধা পাবেন না।
কিছু দিন আগে রাজ্যের বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন – মহিলারা বিধবা ভাতা এবং লক্ষীর ভান্ডার এর টাকা একই সাথে পাবে। যেই নতুন আপডেটটি উঠে এসেছে সেটা হলো ৬০ বছর পূর্ণ হয়ে গেলে লক্ষীর ভান্ডার এর একাউন্ট অটোমেটিক বার্ধক্য /বিধবা ভাতার একাউন্ট এ পরিবর্তন হয়ে যাবে।
যেসব মহিলা বার্ধক্য ভাতা এবং লক্ষীর ভান্ডার এর জন্য একসাথে আবেদন করেছিলেন তারা এই মাসে ৯০০ টাকা ও ১৪০০ টাকা পেতে চলেছেন। অর্থাৎ ৪০০ টাকা বেশি পাবেন। যাদের লক্ষীর ভান্ডার এখনো হয়নি অথবা বার্ধক্য ভাতা হয়নি তারা খুব শীগ্রই আবার আবেদন করতে পারবেন। সামনেই পঞ্চায়েত ভোট আর এই ভোটের আগেই আবারও হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকঠাক ককরে রাখুন। যারা হয়তো আবেদন ককরেছেন লক্ষীর ভান্ডার এর জন্য কিন্তু টাকা পাচ্ছেন না, তারা পরবর্তী দুয়ারা সরকার ক্যাম্পে যোগাযোগ করবেন।