LIC AAO Recruitment 2023: LIC-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, ৩০০ টি শূন্যপদে আবেদন করুন

No Comments

Photo of author

By Joydeep

LIC AAO Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। LIC তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৩০০ টি শূন্যপদ Assistant Administrative Officer নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চাকরি পার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। LIC AAO Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

LIC AAO Recruitment 2023
নিয়োগ সংস্থাLife Insurance Corporation of India (LIC)
পদের নামAssistant Administrative Officer
মোট শূন্যপদ৩০০ টি
বেতন (₹)৫৩,৬০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.licindia.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

LIC তে নিয়োগ ২০২৩ (LIC AAO Recruitment 2023 Notification)

পদের নাম (Post Name)

এখানে LIC তে Assistant Administrative Officer (AAO) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ (LIC AAO Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ৩০০ টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হয়েছে।

LIC AAO Job Vacancy 2022

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

LIC Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

LIC অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ ২০২৩ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে আবেদন করার সর্বনিন্ম বয়সসীমা হলো ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হলো ৩০ বছর।

এছাড়াও LIC AAO নিয়োগ ২০২৩-তে নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বয়স ছাড়ের বিষয়ে নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

শ্রেণীবয়স ছাড়
SC/ST৫ বছর
OBC৩ বছর
PWD (General)১০ বছর
PWD (ST/SC)১৫ বছর
PWD (OBC)১৩ বছর
Ex-ServiceManপ্রতিরক্ষা পরিষেবাগুলিতে পরিষেবার প্রকৃত সময়কাল ৪৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা সাপেক্ষে ৩ বছর।
(SC/ST/OBC-র অক্ষম প্রাক্তন পর্থীদের ক্ষেত্রে, SC/ST-এর জন্য সর্বোচ্চ ৫০ বছর এবং OBC-র জন্য ৪৮ বছর বয়সসীমা অনুমোদিত।)
LIC EMPLOYEESআরও ৫ বছর

বেতন (Salary)

LIC Recruitment 2023-এর Assistant Administrative Officer পদের কর্মকর্তাদের প্রতিমাসে ৫৩,৬০০/- টাকা বেতন দেওয়া হবে এবং তারসঙ্গে গ্রহণযোগ্য সমস্ত ভাতা প্রদান করা হবে।

শহরের শ্রেণীবিভাগের উপর নির্ভর করে যেখানেই গ্রহণযোগ্য সেখানে বাড়ি ভাড়া ভাতা, সিটি ক্ষতিপূরণ ভাতা ইত্যাদি সহ ন্যূনতম স্কেলের মোট বেতন হবে প্রায় ৯২,৮৭০/- টাকা প্রতি মাসে ‘A’ শ্রেণীর শহরে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

LIC নিয়োগ ২০২৩ অনলাইন আবেদন পদ্ধতি (LIC AAO Recruitment 2023 Online Apply)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। LIC AAO Recruitment 2023 Online Apply এর জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে www.licindia.in ওয়েবসাইটে যান।
  • এরপর Career বিভাগে যান।
  • “Recruitment of AAO(Generalist)-2023” তে ক্লিক করুন।
  • এরপর “Apply Online” তে ক্লিক করুন।
  • এরপর “Click here for New Registration” তে ক্লিক করুন ।
  • ইমেইল আইডি, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • আপনার মোবাইলে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড SMS এর মাধ্যমে পাবেন।
  • এরপর অনলাইন আবেদন পত্র পূরণ করে “SAVE AND NEXT” তে ক্লিক করুন।
  • “COMPLETE REGISTRATION” তে ক্লিক করার আগে সমস্ত তথ্য সঠিক আছে কি না যাচাই করুন।
  • কোনো তথ্য ভুল থাকলে ‘Validate your details’ তে ক্লিক করে ঠিক করুন।
  • তারপর “Save & Next” তে ক্লিক করুন।
  • নিজস্ব ফটো ও স্বাক্ষর আপলোড করুন।
  • অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
  • এরপর ‘Preview’ তে ক্লিক করে যাচাই করে দেখুন।
  • সমস্ত তথ্য সঠিক থাকলে ‘FINAL SUBMIT’ তে ক্লিক করুন।
  • এরপর ‘Payment’ তে ক্লিক করে আবেদন মূল্য জমা করুন।
  • এরপর ‘Submit’ তে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন হবে।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

আবেদন করার আগে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।

আবেদন মূল্য (LIC AAO Application Fee)

এখানে আবেদন করার জন্য ৭০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwBD শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে ৮৫/- টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদনের শেষ তারিখ (Last Date)

আগ্রহী ও যোগ্য পার্থী LIC Assistant Administrative Officer Recruitment 2023 তে আগামী ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

LIC Assistant Administrative Officer Recruitment 2023 তে আবেদনকারী চাকরি প্রার্থীদের পাঁচটি পর্যায়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, তারপর মেন পরীক্ষা নেওয়ায় হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০১.২০২৩
আবেদন শুরু১৫.০১.২০২৩
আবেদন শেষ৩১.০১.২০২৩
প্রিলিমিনারি পরীক্ষা১৭ এবং ২০.০২.২০২৩ (অস্থায়ী)
মেন পরীক্ষা১৮.০৩.২০২৩ (অস্থায়ী)

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

F.A.Q

LIC Recruitment 2023 তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

LIC Recruitment 2023 তে Assistant Administrative Officer পদে নিয়োগ করা হচ্ছে।

LIC AAO নিয়োগ ২০২৩-তে আবেদন শুরু কতো তারিখ?

LIC AAO নিয়োগ ২০২৩-তে আবেদন শুরু ১৫ জানুয়ারি ২০২৩।

LIC AAO Recruitment 2023-তে আবেদনের শেষ তারিখ কতো?

LIC AAO Recruitment 2023-তে আবেদনের শেষ তারিখ হলো ৩১ জানুয়ারি ২০২৩।

LIC Assistant Administrative Officer পদে বেতন কতো?

LIC Assistant Administrative Officer পদে প্রতিমাসে ৫৩,৬০০/- টাকা বেতন দেওয়া হবে।

LIC AAO Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?

উপরে Download PDF তে ক্লিক করে LIC AAO Recruitment 2023 Notification করতে পারবেন।

Leave a comment