LIC ADO Recruitment 2023 Notification: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বিরাট সুখবর। Life Insurance Corporation (LIC) তে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১০৪৯ টি শূন্যপদে Apprentice Development Officer (ADO) নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ১০এই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। LIC Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Life Insurance Corporation (LIC) |
---|---|
পদের নাম | Apprentice Development Officer (ADO) |
মোট শূন্যপদ | ১০৪৯ টি |
বেতন (₹) | ৫১,৫০০/- |
চাকরির ধরন | প্রাইভেট চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | licindia.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
LIC-তে নিয়োগ ২০২৩ (LIC ADO Recruitment 2023)
পদের নাম (Post Name)
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) কোম্পানিতে Apprentice Development Officer (ADO) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
LIC ADO Recruitment 2023 তে পশ্চিমবঙ্গে মোট ১০৪৯ টি শূন্যপদ রয়েছে। স্থান ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
স্থান | শূন্যপদের সংখ্যা |
---|---|
আসানসোল | ৫৩ টি |
বর্ধমান | ৬৫ টি |
বনগাঁও | ৩১ টি |
গুয়াহাটি | ৬৬ টি |
হাওড়া | ১১০ টি |
জলপাইগুড়ি | ১২৪ টি |
জোড়হাট | ৬৪ টি |
খড়গপুর | ১০২ টি |
KMDO-I | ৯৬ টি |
KMDO-II | ১১৮ টি |
KSDO | ১৫৯ টি |
শিলচর | ৬১ টি |
মোট শূন্যপদ | ১০৪৯ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
LIC Apprentice Development Officer Recruitment 2023 তে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree সম্পন্ন করা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে ১ জানুয়ারি ২০২৩ তারিখ আনুরাসে আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
LIC ADO Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Apprentice Development Officer পদের কর্মকর্তাদের প্রতিমাসে ৫১,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (LIC ADO Recruitment 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য পার্থী LIC ADO Recruitment 2023 তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য পার্থীকে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট licindia.in-তে যেতে হবে। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

- প্রথমে licindia.in ওয়েবসাইটে যান।
- হোম পাজে Creears বিভাগে ক্লিক করুন।
- এরপর Recruitment of ADO-2023 তে ক্লিক করুন।
- রেজিষ্টেশন করতে Click here for New Registration তে ক্লিক করুন।
- রেজিষ্টেশন সম্পন্ন হলে রেজিষ্টেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করুন।
- ছবি ও স্বাক্ষর নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন।
- আবেদন মূল্য জমা করুন।
- এরপর Submit তে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
- আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে দেখবেন।
আবেদন মূল্য (LIC ADO Recruitment 2023 Application Fee)
এখানে আবেদন করার জন্য ৭৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং সঙ্গে লেনদেনের চার্জ। SC/ST/PwBD পর্থীদের ১০০ টাকা আবেদন মূল্য এবং সঙ্গে লেনদেনের চার্জ প্রয়োজন।
আবেদনের শেষ তারিখ (LIC ADO Recruitment 2023 Last Date)
LIC তে ADO পদে আবেদন করার শেষ তারিখ হলো ১০এই ফেব্রুয়ারি ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
LIC Apprentice Development Officer Recruitment 2023 এর জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিনটি পর্যায়ের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে প্রিলিম পরীক্ষা ও তারপর মেন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
আবেদন শুরু | ২১.০১.২০২৩ |
আবেদন শেষ | ১০.০২.২০২৩ |
পরীক্ষার কল লেটার | ০৪.০৩.২০২৩ |
প্রিলিম পরীক্ষা | ১২.০৩.২০২৩ |
মেন পরীক্ষা | ০৮.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- Jio Work From Home: বাড়িতে বসে মাসে ৩৫ হাজার টাকা আয় করুন! জিও কোম্পানিতে নিয়োগ ২০২৩।
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন করুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
**জরুরি সূচনা ~ বাংলা পোর্টাল ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ও প্রাইভেট চাকরির খবর প্রদান করা হয়। যেকোনো প্রাইভেট চাকরিতে আবেদন করার আগে চাকরির সোর্স বা নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থাকে বিস্তারিত জেনে নেবেন। চাকরির নামে কেউ রেজিষ্টেশন ফিস বা অন্যান্য অজুহাত দেখিয়ে টাকা চাইলে তার থেকে দূরে থাকবেন। আপনার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে বা ঠকালে বাংলা পোর্টাল কোনোভাবেই দায়ী থাকবে না।