Malda Dist Asha Karmi Recruitment 2022: পশ্চিমবঙ্গে নতুন করে আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এখানে যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে আপনার ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
পদের নাম | আশা কর্মী |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্য পদ | 69 টি |
আবেদন শেষ তারিখ | 18.07.2022 |
স্থান | মালদা |

আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ (Malda Dist Asha Karmi Recruitment 2022)
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – আশা কর্মী।
শিক্ষাগত যোগ্যতা ~ Malda Dist Asha Karmi Recruitment 2022 চাকরি প্রার্থীরা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করা সুযোগ পাবেন।
মোট শূন্যপদ ~ এখানে চাকরি প্রার্থীদের 69 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা ~ 1 জুলাই 2022 তারিখে মধ্যে, সাধারণ চাকরি প্রার্থীর বয়স 30 থেকে 40 বছর এবং ST/SC চাকরি প্রার্থীদের 22 থেকে 40 বছরের প্রয়োজন।
আশা কর্মী আবেদন পদ্ধতি (Malda Dist Asha Karmi Recruitment 2022 Apply Process)
Malda Dist Asha Karmi Recruitment 2022 যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন, নিচে লিঙ্গ দেওয়া রয়েছে সেখান থেকে আপনার ক্লিক করে আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করবেন তাদের অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট।
- স্থায়ী বাসিন্দা প্রমানপএ।
- কাস্ট সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ফটো।
- বিবাহিতদের ক্ষেএে ম্যারেজ সার্টিফিকেট।
- বিধবাদের ক্ষেএে স্বামী ডেথ সার্টিফিকেট।
- বিবাহ বিচ্ছেদের ক্ষেএে ডিভোর্স সার্টিফিকেট।
আবেদনর শেষ তারিখ ~ এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা 18.07.2022 তারিখ পর্যন্ত।
আশা কর্মী নিয়োগ পদ্ধতি (Malda Dist Asha Karmi Recruitment 2022 Selection Process)
এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নাম্বার ভিত্তি করে এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান ~ পশ্চিমবঙ্গের মালদা জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে। ব্লকের তালিকা নিচে দেওয়া হলো –
- চাঁচল I
- চাঁচল II
- হরিশ্চন্দ্রপুর I
- হরিশ্চন্দ্রপুর II
- রতুয়া I
- রতুয়া II
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক ( Malda Dist Asha Karmi Recruitment 2022 Dates & Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 06.07.2022 |
আবেদন শুরু | 06.07.2022 |
আবেদন শেষ তারিখ | 18.07.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- মাধ্যমিক পাসে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ রেলি 2022
- খড়গপুর IIT তে নিয়োগের বিজ্ঞপ্তি 2022