রাজ্যের DM অফিসে চুক্তিভিত্তিক ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ চলছে

Malda District Bench Clerk Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী DM অফিসে শিশু সুরক্ষা দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। মালদা জেলার শিশু সুরক্ষা দপ্তরে Bench Clerk, Data Entry Operator সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৩ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Malda District Bench Clerk Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই নিয়ে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাOffice of the District Magistrate, Malda
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ০৩ টি
বেতন (₹)১১,৯১৬/- থেকে ১৪,৫৬৪/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানমালদা
ওয়েবসাইটMalda.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

মালদা জেলার DM অফিসে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে DM অফিসে পক্ষে শিশু সুরক্ষা দপ্তরে যে সব পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • District Child Protection Officer
  • Legal cum Probation Officer
  • Data Analyst
  • Assistant cum Data Entry Operator
  • House Mother
  • Bench Clerk

মোট শূন্যপদ (Total Vacancy)

মালদা জেলার DM অফিসের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ৬টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে শিশু সুরক্ষা দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর, হাউস মাদার এবং বেঞ্চ ক্লার্ক পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে সহ চাইল্ড কেয়ার অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। এছাড়া বাকি পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

Data Entry Operator এবং Data আনা পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে।

House Mother এবং Bench Clerk পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে।

এবং বাকি দুটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে যে পরিমাণ বেতন দেওয়া হবে, সেগুলির সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
District Child Protection Officer৪৪,০২৩/-
Legal cum Probation Officer২৭,৮০৪/-
Data Analyst১৮,৫৩৬/-
Bench Clerk১৩,৫০০/-
Data Entry Operator১১,৯১৬/-
House Mother১৪,৫৬৪/-

আবেদন পদ্ধতি (Apply Process)

মালদা জেলার DM অফিসে নিয়োগ ২০২৩ (Malda District Bench Clerk Recruitment 2023)

এখানে আগ্ৰহী ও যোগ্য প্রার্থী সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আবেদনকারী প্রার্থীদের malda.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন। এরপরে সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

মালদা জেলার শিশু সুরক্ষা দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ০২ জুন ২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৩.০৫.২০২৩
আবেদন শুরু২৪.০৫.২০২৩
আবেদন শেষ০২.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Malda.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment