Malda DM Office Group-D Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী মালদা জেলার হোস্টেলে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। এখানে ওবিসি সেন্ট্রাল হোস্টেলে পক্ষ থেকে Superintendent, Caretaker সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১২ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ১৪ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Office of the District Magistrate, Malda |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ১২ টি |
বেতন (₹) | ৩০০০/- থেকে ১২,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | মালদা |
ওয়েবসাইট | malda.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
মালদা জেলার বিভিন্ন হোস্টেলে Group-D পদে নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে ওবিসি সেন্ট্রাল গাজল হোস্টেলে এবং জিয়াউদ্দিনতলা ওবিসি সেন্ট্রাল হোস্টেলে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে, সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Superintendent
- Caretaker (Male)
- Matron (Female)
- Cook
- Helper
- Darwan-Cum-Night Guard
- Karmabandhu (Part-Time)
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১২ টি শূন্যপদ রয়েছে। নিচে ছকে পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা বিস্তারিত দেওয়া রয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Superintendent | ০২ টি |
Caretaker | ০১ টি |
Matron | ০১ টি |
Cook | ০২ টি |
Helper | ০২ টি |
Darwan-Cum | ০২ টি |
Karmabandhu | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে Superintendent পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। Caretaker এবং Matron পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও আরো বাকি চারটি পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ বছর থেকে সবোর্চ্চ ৪০ বছর এর মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে যে পরিমাণ বেতন দেওয়া হবে, সেগুলির সম্পর্কে নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Superintendent | ১২,০০০/- |
Caretaker | ৮০০০/- |
Matron | ৮০০০/- |
Cook | ৪০০০/- |
Helper | ৩০০০/- |
Darwan-Cum | ৩৫০০/- |
Karmabandhu | ৩০০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)

ওবিসি সেন্ট্রাল হোস্টেলে Superintendent, Caretaker সহ আরো বিভিন্ন পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রার্থীদের প্রথমে www.malda.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকেই আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Office of the Project Officer-Cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetry Road Near BT College, PO- Malda, PS- English bazar, Dist- Malda, PIN – 732101
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
মালদা জেলার ওবিসি সেন্ট্রাল গাজল হোস্টেলে এবং জিয়াউদ্দিনতলা ওবিসি সেন্ট্রাল হোস্টেলে Superintendent, Caretaker পদে অফলাইনে মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১৪ জুন ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে Superintendent, Caretaker পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা মাধ্যমে নির্বাচন করা হবে। এছাড়াও আরো অন্যান্য পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩১.০৫.২০২৩ |
আবেদন শুরু | ৩১.০৫.২০২৩ |
আবেদন শেষ | ১৪.০৬.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: malda.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |