মালদা মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক পদে নিয়োগ – বেতন ৪০ হাজার টাকা

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023: পশ্চিমবঙ্গে মালদা জেলার মেডিকেল কলেজ Malecular Biologist পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কোনো স্থায়ী চাকরি হবে না, পুরোপুরি চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। এখানে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাMalda Medical Collage
পদের নামMolecular Biologist
মোট শূন্যপদ০২ টি
বেতন৪০,০০০/-
চাকরির ধরনসরকারি (চুক্তিভিত্তিক)
আবেদন পদ্ধতিইন্টারভিউয়ের
স্থানমালদা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটmalda.gov.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে মালদা জেলার মেডিকেল কলেজ চুক্তিভিত্তিক Molecular Biologist পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে Molecular Biology/Biochemistry/Biotechnology/Microbiology তে মাস্টার ডিগ্ৰী করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে ৪০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে কোন রকম আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে সঠিক সময়ে মধ্যে নির্দিষ্ট ঠিকানা উপস্থিত হতে হবে।

Malda Medical Collage Molecular Biologist Recruitment 2023

ইন্টারভিউ স্থান

O/o The Principal, Malda Medical Collage, Malda.

ইন্টারভিউ তারিখ

পশ্চিমবঙ্গে মালদা জেলার মেডিকেল কলেজ আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০১.২০২৩
ইন্টারভিউ তারিখ১৭.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment