Memari Municipality Recruitment 2023: পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা NULM দপ্তরে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৩ টি শূন্য পদ রয়েছে। এখানে প্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Memari Municipality, Purba Bardhaman |
---|---|
পদের নাম | Community Service Provider |
মোট শূন্যপদ | ০৩ টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অফলাইন |
স্থান | পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | memarimunicipality.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
মেমারি পৌরসভায় কর্মী নিয়োগ ২০২৩ (Memari Municipality Recruitment 2023)
পদের নাম (Post Name)
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা দপ্তরে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – কমিউনিটি সার্ভিস প্রোভাইডার।
মোট শূন্যপদ (Total Vacancy)
WB Municipality CSP Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Memari Municipality Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
WB Municipality CSP Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২১ থেকে ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন (Salary)
পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা দপ্তরে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে প্রার্থীরা সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
সভাপতি, সি এস পি সিলেকশন কমিটি এবং চেয়ারম্যান, মেমারি পৌরসভা।
আবেদনে শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা NULM দপ্তরে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০২.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০২.২০৩ |
আবেদনে শেষ তারিখ | ১৫.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
Need my job
Need my government job