মেট্রো রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন ৩৪ হাজার টাকা থেকে শুরু

Metro Railway Recruitment 2023: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আরও একটি বড় চাকরি সুযোগ। মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে General Manager (Operation), Senior Deputy General Manager (Operations) সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ২২ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩৪,০২০/- থেকে ২,৮০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হব। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০১ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাMUMBAI METRO RAIL CORPORATION LIMITED (MMRCL)
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ২২ টি
বেতন (₹)৩৪,০২০ – ২,৮০,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানমুম্বাই
ওয়েবসাইটwww.mmrcl.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

মেট্রো রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে মেট্রো রেলওয়ে পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে, সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • General Manager (Operations)
  • Deputy General Manager (Operations)
  • Deputy General Manager (Operations Safety)
  • Deputy General Manager (RS&P&E)
  • General Manager (IT)
  • Assistant General Manager (Operations Safety)
  • Assistant General Manager (Material Management)
  • Assistant General Manager (S&T)
  • Assistant General Manager (IT)
  • Assistant General Manager (Electrical)
  • Deputy Engineer (Track)
  • Environmental (Scientist)
  • Supervisor (Material Management)
  • Jr.Engineer -II (Track)
  • Junior Engineer -II (S&T)
  • Project Assistant (Finance)

মোট শূন্যপদ (Total Vacancy)

MMRCL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৩ বছর এর মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
General Manager (Operations)১,২০,০০০/- থেকে ২,৮০,০০০/-
Deputy General Manager (Operations)৯০,০০০/- থেকে ২,৪০,০০০/-
Deputy General Manager (Operations Safety)৯০,০০০/- থেকে ২,৪০,০০০/-
Deputy General Manager (RS&PE)৮০,০০০/- থেকে ২,২০,০০০/-
General Manager (IT)৮০,০০০/- থেকে ২,২০,০০০/-
Assistant General Manager (Operations Safety)৭০,০০০/- থেকে ২,২০,০০০/-
Assistant General Manager (Material Management)৭০,০০০/- থেকে ২,০০,০০০/-
Assistant General Manager (S&T)৭০,০০০/- থেকে ২,০০,০০০/-
Assistant General Manager (IT)৭০,০০০/- থেকে ২,০০,০০০/-
Assistant General Manager (Electrical)৭০,০০০/- থেকে ২,০০,০০০/-
Deputy Engineer (Track)৫০,০০০/- থেকে ১,৬০,০০০/-
Environmental Scientist৫০,০০০/- থেকে ১,৬০,০০০/-
Supervisor (Operation Safety)৪০,৩২০/- থেকে ৭৭,৫৪০/-
Supervisor (Material Management)৪০,৩২০/- থেকে ৭৭,৫৪০/-
Jr. Engineer -II (Track)৩৫,২৮০/- থেকে ৬৭,৯২০/-
Junior Engineer -II (S&T)৩৫,২৮০/- থেকে ৬৭,৯২০/-
Project Assistant (Finance)৩৪,০২০/- থেকে ৬৪,৩১০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

Metro Railway Recruitment 2023

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Careers অপশনে ক্লিক করতে হবে। এরপর বিজ্ঞপ্তির নিচে Apply Online-তে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

মেট্রো রেলওয়ে এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ০১ আগষ্ট ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা নাম্বার এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে প্রার্থীদের ওই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০৬.২০২৩
আবেদন শুরু২১.০৬.২০২৩
আবেদন শেষ০১.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: mmrcl.com
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment