Coochbehar Mid-Day-Meal Assistent Accountent Recruitment 2022: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার DM অফিসে খাদ্য দপ্তরে (Mid-Day-Meal) সহকারী হিসাবরক্ষক (Assistent Accountent) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা হতে হবে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা এখানে আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই চাকরি সমদ্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।
প্রকল্প | মিড-ডে-মিল |
পদের নাম | সহকারী হিসাবরক্ষক (Assistent Accountent) |
আবেদন মোড | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | 04/07/2022 |
স্থান | কোচবিহার |

DM Office Assistent Accountent Recruitment 2022 – Coochbehar
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের সহকারী হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে শুধু মাত্র 64 বছরের নিচে বয়স হতে হবে।
বেতন ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 11,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
DM Office Assistent Accountent – আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই নিচে দেওয়া ডকুমেন্টস আবেদন পত্র সঙ্গে জমা দেবেন। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ-র দিন একটি বায়ো ডাটা নিয়ে যেতে হতে পারেন এর সঙ্গে নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি।
আবেদন পত্র ও ইন্টারভিউ-র দিন যে সমস্ত ডকুমেন্ট দরকার ~
- বয়সে প্রমানপএ
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- বায়ো ডাটা বা আবেদন পত্র
- পরিচয় পত্র
- এছাড়াও অন্যান্য ডকুমেন্ট যদি থাকে
আবেদন শেষ তারিখ ~ এই চাকরি জন্য আবেদন করতে আগ্রহী হলে চাকরি প্রার্থীরা 04/07/2022 তারিখে মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময় ~ এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 06/07/2022 তারিখে সকাল 11:30 পরে থেকে।
আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা ~ নিকটবর্তী SDO/DM অফিসে, কোচবিহার।
ইন্টারভিউ-র স্থান ~ District Panchayet Training and Research Center.N N Rali Gumti, Coochbehar.
DM Office Assistent Accountent – নিয়োগ পদ্ধতি
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল কপি ও জেরক্স কপির উপর নিজস্ব সিগনেচার করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 17.06.2022 |
আবেদন শুরু | 17.06.2022 |
আবেদন শেষ | 04.07.2022 |
অফিশিয়াল নোটিস | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম | Join Here |