পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ব্লকে ব্লকে স্কুলের Mid-Day-Meal প্রকল্পের গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।রাজ্য বেশ কিছু দিন আগে কয়েকটি মিড ডে মিল প্রকল্পের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও ব্লকে ব্লকে বিভিন্ন স্কুলে মিড ডে মিল গ্ৰুপ সি পদে Block Level Assistant Accountant পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই এখানে চাকরি করা সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকলে এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীরা চাকরি করতে আগ্রহী হলে নিচে দেওয়া চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে।
প্রকল্প | মিড ডে মিল |
পদের নাম | Group-C |
শিক্ষাগত যোগ্যতা | – |
বেতন | Rs.11,000/- |
আবেদন শেষ | 28/04/2022 |
স্থান | বীরভূম, পশ্চিমবঙ্গ |
মিড ডে মিল প্রকল্পের নিয়োগ (Mid-Day-Meal Recruitment)
পদের নাম ~ Mid-Day-Meal প্রকল্পে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল-Block Level Assistant Accountant.
শিক্ষাগত যোগ্যতা ~ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলা হয়নি, এখানে আপনাকে শারীরিক সক্ষম হতে হবে।
বয়সসীমা ~ এখানে আবেদন করা জন্য আপনার বয়স অবশ্যই 65 বছরের কম হতে হবে।
বেতন ~ এই পদে জন্য প্রতিমাসে 11,000/-টাকা বেতনের ব্যাবস্থা রয়েছে।
আবেদন শুরু ~ এখানে মিড ডে মিল প্রকল্পের আবেদন শুরু করা হয়েছে 21-04-2022 তারিখ থেকে
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ~ আপনারা যদি এই পদে জন্য আগ্ৰাহী হয়ে থাকেন তাহলে মনে রাখবেন 28-04-2022 তারিখে মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।
আবেদন পদ্ধতি (Mid-Day-Meal Recruitment Apply Process)
যেহেত এখানে অফলাইনের সুবিধা রয়েছে এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা প্রেসক্রাইব ফরমে আবেদন করতে হবে।
ইন্টারভিউ-র স্থান ও আবেদনপত্র জমা দেওয়ার স্থান ~ Office Of The Block Development Officer,Suri ll Development Block,Purandarpur.
ইন্টারভিউ এর তারিখ ~ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 28-04-2022 তারিখে ইন্টারভিউ দিন আপনাকে সকাল -সকাল ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ও ইন্টারভিউ স্থানে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন ~ 1.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস 2.কাস্ট স্টাটিফিকেট (যদি থাকে) 3. পাসপোর্ট সাইজের ফটো কপি 4. কম্পিউটার সর্টিফিকেট 5. সুন্দর একটি বায়ো ডাটা 6.P.P.O Part l and Part ll
নিয়োগ পদ্ধতি ( Mid-Day-Meal Recruitment Appl
এখানে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আগ্ৰহী হন তাহলে আপনাকে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ দিন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। এবং ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক ( Importent Dates & Links For Mid-Day-Meal Recruitment)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 21/04/2022 |
আবেদন শেষ | 28/04/2022 |
ইন্টারভিউ | 28/04/2022 |
আরো পড়ুন ~