পশ্চিমবঙ্গের ব্লকে চুক্তভিত্তিক Mid-Day-Meal প্রকল্পে Supervisor নিয়োগ

School Education Department এর তরফ থেকে পশ্চিমবঙ্গে জেলার ব্লকে Mid-Day-Meal প্রকল্পে Supervisor পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য প্রয়জনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু উল্লেখ নেই, শুধু মাত্র উল্লেখ রয়েছে 64 বছরের কম বয়সের যে কোনো পুরুষ বা মহিলা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারসঙ্গে আপনাকে এখানে আবেদন করার জন্য আপনাকে শারীরিক সুস্থ থাকতে হবে। আপনি যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই বিষয়ে আরো খবর নিয়ে জানতে পারেন। কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং কিভাবে নিয়োগ করা হবে এই বিষয়ে নিচে বিস্তারিত রয়েছে।

Mid-Day-Meal প্রকল্পে Supervisor Requirment

যোগ্যতা ~ এখানে পড়াশুনোর যোগ্যতা সম্পর্কে কিছু বলা হয়নি, এখানে আবেদন করার জন্য আপনাকে শারীরিক সক্ষম হতে হবে।

বয়সসীমা ~ এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যয় ১৮ বছরের বেশি ও ৬৪ বছরের কম হবা প্রয়োজন।

বেতন ~ এই পদের জন্য প্রতিমাসে ১০,০০০ টাকা বেতনের ব্যাবস্থা রয়েছে।

আবেদন করার শেষ তারিখ ~ আপনারা যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে মনে রাখবেন ১৮ এপ্রিল এর আগে আপনাকে আবেদন করতে হবে।

আবেদন মূল্য ~ এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।

আবেদন পদ্ধতি (Mid-Day-Meal Supervisor Apply Process)

এখানে আগের থেকে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন ফরম ফিলাপ করতে হবে এবং ইন্টারভিউ দিন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলে নিচে দেওয়া অফিশিয়াল ‌নোটিফিকেশন থেকে আবেদন ফরম টি প্রিন্ট আউট করে ফিলাপ করে জমা দিতে হতে হবে।

ইন্টারভিউ-র স্থান ও আবেদনপত্র জমা দেওয়ার স্থান ~Block Development Officer,Katwa-l, Development Block,Vill- Panchghara,Po- Khajurdihi,Dist-Purba Barddhaman.

ইন্টারভিউ এর তারিখ ~চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 18-04-2022 তারিখ সকাল এগারোটার মধ্যে উপস্থিত হতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ও ইন্টারভিউ স্থানে যেসব ডকুমেন্টস নিয়ে যাবেন ~

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
  • কম্পিউটার সাটিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ফটো কপি
  • আপনার একটি বায়ো ডাটা
  • P.P.O Part l and Part ll

নিয়োগ পদ্ধতি (Mid-Day-Meal Supervisor Selection Process)

এখানে চাকরি প্রার্থী কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আগ্ৰহী হন তাহলে আপনাকে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ দিন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। এবং ইন্টারভিউ দেওয়ার পর চাকরি পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Importent Dates & Link)

বিজ্ঞপ্তি প্রকাশিত06/04/2022
আবেদন শেষ18/04/2022
ইন্টারভিউ18/04/2022

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment