Milan Utsav 2022: পশ্চিমবঙ্গে মিলন উৎসব 2022 প্রকল্পের মাধ্যমে প্রায় 28000 পার্থী নিয়োগ করা হবে। এখানে চাকরিপার্থী কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পেয়ে যাবে। ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় যোগ্যতা ও মিলন উৎসব 2022 এর সময়সূচী নিয়ে নিচে বিস্তারিত আলোচনা কর হয়েছে।

মিলন উৎসব 2022 (Milan Utsav 2022)
West Bengal minority development and Finance Corporation (WBMDFC) দ্বারা মিলন উৎসব 2022 অনুষ্ঠিত করা হচ্ছে। Milan Utsav 2022 হলো একপ্রকার চাকরির মেলা যেখানে সরকার দ্বারা পশ্চিমবঙ্গের বেকার যুবক দের চাকরি দেওয়ার ব্যাবস্থা করা হবে। তারসঙ্গে সংখ্যালঘু বা সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরণের বৃত্তি, চাকরি মেলা, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ, মাইক্রো ক্রেডিট এবং অন্যান্য সুবিধাও প্রদান করা হবে জানাগেছে।
গত বছর এই প্রকল্পের মাধ্যমে প্রায় 10330 জন কর্মী নিয়োগ করা হয়েছিল। এই বছর জুলাই মাস থেকে Milan Utsav 2022 অনুষ্ঠিত হবার সম্ভবনা রয়েছে। এই প্রকল্প নিয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা যাতে চাকরির সুযোগ পায় সেই জন্য মিলন উৎসব সময় সময় আয়োজন করা হবে।
তথ্য অনুযায়ী প্রশাসন স্বাস্থ্য খাত, টেলিকম সেক্টর, অটোমোবাইল সেক্টর, হোটেল এবং পর্যটনের পাশাপাশি ইস্পাত শিল্পের মতো ক্ষেত্র প্রায় 26,000 নতুন কর্মী প্রয়োজন। রাজ্য সরকারের সমীক্ষার মাধ্যমে গণনা করেন রাজ্যে কতজন চাকরিপ্রার্থী রয়েছে এবং এই বছর 28,000 জনকে চাকরি দেওয়ার প্রচেষ্টা করা হবে বলে জানা গেছে। কলকাতা, শিলিগুড়ি, বৈরামপুর, মেদিনীপুর এবং বারাসাত পরবর্তী মিলন উৎসব চারির মেলার জন্য নির্বাচিত হয়েছে।
মিলন উৎসব 2022 সময়সূচী ও স্থান (Milan Ustav 2022 Schedule / Location)
মিলন উৎসব 2022 এর স্থান ঘোষণা করা হয়েছে কিন্তূ সময়সূচী এখনো নির্ধারিত করা হয়নি। যখনি সময়সূচী নির্ধারণ করা হবে নিচের তালিকায় তা আপডেট করেদেওয়া হবে।
স্থান | তারিখ |
---|---|
কলকাতা | শিঘ্রই আপডেট করা হবে |
শিলিগুড়ি | শিঘ্রই আপডেট করা হবে |
মেদিনীপুর | শিঘ্রই আপডেট করা হবে |
বীরভূম | শিঘ্রই আপডেট করা হবে |
বারাসাত | শিঘ্রই আপডেট করা হবে |
মিলন উৎসব 2022 আবেদন পদ্ধতি (Milan Utsav 2022 Apply Online)
Milan Utsav 2022 Apply Online: পশ্চিমবঙ্গের যেকোনো রাজ্য থেকে মিলন উৎসব এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে প্রথমে মিলন উৎসব এর অফিসিয়াল ওয়েবসাইটে (milanutsav.wbmdfconline.in) রেজিষ্টেশন করতে হবে। তারপর আপনারা মিলন উৎসব এর টকিন ডাউনলোড করতে পারবেন।
মিলন উৎসব রেজিষ্টেশন ( Milan Utsav 2022 Register milanutsav.wbmdfconline.in)
মিলন উৎসব এর জন্য অনলাইনে কিভাবে রেজিষ্টেশন বা আবেদন করবেন তা নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে –
- প্রথমে মিলন উৎসব এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।(milanutsav.wbmdfconline.in)
- সেখানে ‘Milan Utsav 2022 Apply Now’ তে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে। সেখানে “Apply For Job Fair” তে ক্লিক করুন।
- তার পরের পৃষ্ঠাতে আবেদনকরীর বিবরণ চাইবে, সেখানে নিজের সমস্ত বিবরণ দিন। যেমন মোবাইল নম্বর, ইমেইল আইডি, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি।
- এর পর পেজটি একটু নিচে চলে যান এবং সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন।
- এরপর নিজের বায়োডাটা আপলোড করুন। মনে রাখবেন যে ফাইল এর সাইজ যেন 1MB এর বেশি না হয় এবং ফাইল যেন JPEG, JPG, PNG বা PDF ফরম্যাট এর হয়।
- পরবর্তী বিভাগে চাকরির বিবরণ, চাকরির বিভাগ, আপনার চাকরির অভিজ্ঞতা, মূল্য দক্ষতা, বর্তমান বার্ষিক প্যাকেজ এবং পছন্দের জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করুন।
- এরপর আপনি অন্য রাজ্যে স্থানান্তর করতে চান কি না জিজ্ঞেস করবে। আপনাকে হ্যাঁ বা না তে উত্তর দিতে হবে।
- এরপরে নিজের স্থায়ী ঠিকানা চাইবে। সেটি সঠিক ভাবে পূরণ করুন।
- অবশেষে আপনাকে কিছু শর্তাবলী দেখানো হবে। সেগুলি পড়ুন এবং সম্মত হবার জন্য পাসের বক্সে টিক চিহ্ন দিন।
- তারপরে ‘Submit’ তে ক্লিক করলেই আপনার রেজিষ্টেশন সম্পন্ন হবে।
মিলন উৎসব 2022 টোকেন ডাউনলোড প্রক্রিয়া ( Milan Utsav 2022 Download Token)

- প্রথমে মিলন উৎসব এর অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে যান ( লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)
- তারপর Download Token For Job Fair তে ক্লিক করুন।
- এর পর আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে। সেখানে নিজের অ্যাপ্লিকেশন আইডি বা রেজিষ্টার করা মোবাইল নম্বর দিন।
- তারপর নিচের Download বটনে ক্লিক করুন।
- যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে মিলন উৎসব এর টোকেন আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
- আবেদনকরীর রিজিউম, কিছু বাড়তি কপি সহ
- পার্সোনাল বিজনেস কার্ড
- প্রফেশনাল পোর্টফলিও
- লেখার জন্যে কাগজ ও কলাম
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
- চাকরির প্রস্তুতির তথ্য
মিলন উৎসব 2022 নিয়োগ প্রক্রিয়া ( Milan Utsav 2022 Selection Process)
Milan Utsav 2022 তে চাকরির জন্য পার্থীকে কোনোরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী বাছাই করে নিয়োগ করা হবে। আপনি যদি ইন্টারভিউ তে পাস করের বা নিয়োগ সংস্থা যদি আপনাকে তাদের চাকরির জন্য উপযুক্ত মনেকরে তাহলে সরাসরি আপনি সেখানেই চাকরি পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Importent Links Milan Utsav)
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
টোকেন ডাউনলোড লিংক | Download Token |
আমাদের টেলিগ্রাম | Join Here (Free) |
আরো পড়ুন ~
- বর্তমানেকি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি পদে নিয়োগ 2022
- অগ্নীপথ প্রকল্প: 46,000 অগ্নিবির নিয়োগ 2022
আরো চাকরি দেখুন 👇👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে 👉৮ পাসের চাকরি 👉কোম্পানিতে চাকরি 👉রাজ্য সরকারের চাকরি 👉১০ পাসে চাকরি 👉ব্যাংকের চাকরি 👉কেন্দ্র সরকারের চাকরি 👉১২ পাসে চাকরি 👉Upcoming চাকরির খবর
মিলন উৎসব 2022 FAQ
মিলন উৎসব প্রকল্প কী?
মিলন উৎসব প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী দের চাকরির দেওয়ার ব্যাবস্থা করা হয়। এক কথায় মিলন উৎসব হল একপ্রকার চাকরির মেলা।
মিলন উৎসব 2022 কবে থেকে শুরু হবে?
জুলাই মাস থেকে মিলন উৎসব 2022 শুরু হবার সম্ভবনা রয়েছে। অফিসিয়ালি তারিখ প্রকাশ হলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
মিলন উৎসব 2022 কোন কোন স্থানে অনুষ্ঠিত হবে?
কলকাতা, শিলিগুড়ি, বৈরামপুর, মেদিনীপুর এবং বারাসাতে মিলন উৎসব 2022 অনুষ্ঠিত হবে।
মিলন উৎসব 2022 অনলাইন আবেদন করবো কিভাবে?
মিলন উৎসব এর অফিসিয়াল ওয়েবসাইট milanutsav.wbmdfconline.in থেকে অনলাইনে আবেদন করতে পারেন। লিঙ্ক উপরে দেওয়া রয়েছে।
মিলন উৎসব 2022-এ কি কি চাকরি দেওয়া হবে?
মিলন উৎসব 2022-এ স্বাস্থ্য খাত, টেলিকম সেক্টর, অটোমোবাইল সেক্টর, হোটেল এবং পর্যটনের পাশাপাশি ইস্পাত শিল্পের মতো আরো অন্যান্য বিভাগের চাকরি দেওয়া হবে।
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে | 👉৮ পাসের চাকরি | 👉কোম্পানিতে চাকরি |
👉রাজ্য সরকারের চাকরি | 👉১০ পাসে চাকরি | 👉ব্যাংকের চাকরি |
👉কেন্দ্র সরকারের চাকরি | 👉১২ পাসে চাকরি | 👉Upcoming চাকরির খবর |
মিলন উৎসব প্রকল্প কী?
মিলন উৎসব প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী দের চাকরির দেওয়ার ব্যাবস্থা করা হয়। এক কথায় মিলন উৎসব হল একপ্রকার চাকরির মেলা।
মিলন উৎসব 2022 কবে থেকে শুরু হবে?
জুলাই মাস থেকে মিলন উৎসব 2022 শুরু হবার সম্ভবনা রয়েছে। অফিসিয়ালি তারিখ প্রকাশ হলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
মিলন উৎসব 2022 কোন কোন স্থানে অনুষ্ঠিত হবে?
কলকাতা, শিলিগুড়ি, বৈরামপুর, মেদিনীপুর এবং বারাসাতে মিলন উৎসব 2022 অনুষ্ঠিত হবে।
মিলন উৎসব 2022 অনলাইন আবেদন করবো কিভাবে?
মিলন উৎসব এর অফিসিয়াল ওয়েবসাইট milanutsav.wbmdfconline.in থেকে অনলাইনে আবেদন করতে পারেন। লিঙ্ক উপরে দেওয়া রয়েছে।
মিলন উৎসব 2022-এ কি কি চাকরি দেওয়া হবে?
মিলন উৎসব 2022-এ স্বাস্থ্য খাত, টেলিকম সেক্টর, অটোমোবাইল সেক্টর, হোটেল এবং পর্যটনের পাশাপাশি ইস্পাত শিল্পের মতো আরো অন্যান্য বিভাগের চাকরি দেওয়া হবে।
5 thoughts on “মিলন উৎসব 2022: 28000 পার্থী নিয়োগ, সময়সূচি, যোগ্যতা | Milan Utsav 2022 Apply Online”