পশ্চিমবঙ্গ পৌরসভায় সংরক্ষণ মজদুর নিয়োগ | MSCWB Conservancy Mazdoor recruitment 2022

MSCWB recruitment 2022- Conservancy Mazdoor recruitment in West Bengal Municipal Service Commission, Kolkata Municipal Corporation Recruitment 2022

MSCWB Conservancy Mazdoor recruitment 2022

পশ্চিমবঙ্গের পৌরসভায় (MSCWB) গ্রুপ-ডি পরিবেশ বন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরি করতে হলে কোনোরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষিত হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্ধা হলেই আপনারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পাবেরন। আপনারা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে অবশ্যই একবার এই চাকরিটির বিষয়ে ভালো করে জেনে নিন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি দেখতে পারেন, লিঙ্ক নিচে দেওয়ারয়েছে।

প্রতিষ্ঠান MSCWB
পদের নাম সংরক্ষণ মজদুর
বিজ্ঞপ্তি প্রকাশিত ২৫.০৩.২০২২
শিক্ষাগত যোগ্যতা নেই (শিক্ষিত হলেই হবে)
আবেদন শুরু ২৫.০৩.২০২২
আবেদন শেষ ২৪.০৪.২০২২
শূন্য পদ ১০৪ টি
চাকরির স্থান পশ্চিমবঙ্গ

MSCWB Conservancy Mazdoor recruitment 2022

শিক্ষাগত যোগ্যতা ~

এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষা গত যোগ্যতা রাখা হয়নি। অল্প শিক্ষিত হলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন।

বয়স সীমা ~ 

এখানে আবেদন আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হেব এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

সুণ্যপদ ~ এখানে মোট ১০৪ টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বেতন ~ এখানে পে লেভেল 1 অনুযায়ী রোপা পে 2019 অনুপাতে গ্রুপ ডি পদে যে বেতন কাঠামো রয়েছে সেই অনুপাতে চাকরিপ্রার্থীকে বেতন দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ~ আপনি যদি আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে ২৪ সে ফেব্রুয়ারি এর আগে আবেদন করতে হবে।

আবেদন মূল্য ~ জেনারেল ও OBC দের জন্য ১৫০ টাকা আবেদন মূল্য রয়েছে এবং ST, SC ও PWD পার্থী দের জন্য ৫০ টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদন পদ্ধতি ~ (MSCWB Apply Online)

এখানে অনলাইন আবেদনের সুবিধা রয়েছে। পশ্চিমবঙ্গের পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট (www.mscwb.org) গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ~

  1. বয়সের প্রমাণপত্র
  2. কোনরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমান পত্র
  3. আধার কার্ড অথবা ভোটার কার্ড
  4. পাসপোর্ট সাইজের ফটো
  5. নিজের সিগনেচার

নিয়োগ পদ্ধতি ~ (MSCWB Selection Process)

আবেদন করার করার পর চাকরি পার্থিদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ~ ( Importent Dates For MSCWB Recruitment 2022 )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ২৫.০৩.২০২২

আবেদন শুরু – ২৫.০৩.২০২২

আবেদন শেষ –  ২৪.০৪.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস – Click Here

আবেদন করুন – Click Here

আমাদের টেলিগ্রাম – Click Here

Tag – Kolkata Municipal Corporation Recruitment 2022, www.mscwb.org recruitment 2021, MSCWB apply Online, KMC Recruitment, mscwb recruitment 2022

আরো পড়ুন – 

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “পশ্চিমবঙ্গ পৌরসভায় সংরক্ষণ মজদুর নিয়োগ | MSCWB Conservancy Mazdoor recruitment 2022”

Leave a Comment