Nabanna Scholarship 2022: নবান্ন স্কলারশীপ হলো পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশুনাতে আর্থিক সহায়তা প্রদান করার একটি সরকারি ব্যাবস্থা। এখানে ছাত্র ছাত্রীদের প্রতি বছর 10,000 টাকা এবং এরও বেশি স্কলারশীপ প্রদান করে আর্থিক সহায়তা করা হয়। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে নবান্ন স্কলারশীপ ২০২২ এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আবেদন করার পদ্ধতি এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে পুরো প্রবন্ধটি পড়ুন।

নবান্ন স্কলারশীপ ২০২২ (Nabanna Scholarship 2022)
স্কলারশিপের নাম | উত্তরকন্যা স্কলারশিপ বা নবান্ন স্কলারশীপ 2022 |
প্রদানকারী | পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল |
যোগ্যতা | মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক |
টাকার পরিমাণ | 10,000 টাকা (বছরে) |
হেল্পলাইন নম্বর | (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮ |
স্থান | পশ্চিমবঙ্গ |
সরকারি ওয়েবসাইট | www.wbcmo.gov.in |
নবান্ন স্কলারশিপ ২০২২ যোগ্যতা (Nabanna Scholarship 2022 Elegibility)
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
নবান্ন স্কলারশীপ 2022 আবেদন করার জন্য আপনাকে 65% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে হবে। অথবা, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে 60% নম্বর পেয়ে কলেজ ভর্তি হন তাহলে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। তাছাড়া আপনি যদি কলেজ 55% নম্বর পেয়ে পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাহেলও নবান্ন স্কলারশীপ 2022 এর জন্য আবেদন করতে পারবেন।
অনান্য যোগ্যতা ( Other Elegibility)
- আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় 60,000 টাকার কম হতে হবে।
- অন্য কোনো সরকারি স্কলারশীপ পেয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না।
নবান্ন স্কলারশীপ ২০২২ টাকার পরিমাণ (Nabanna Scholarship 2022 Amount)
Nabanna Scholarship 2022 Amount: সাধারণত নবান্ন স্কলারশীপ আবেদনকারীদের প্রতি বছর ১০,০০০ টাকা দেওয়া হয় থেকে। কিন্তূ আপনার কোর্সের খরচ ও সময়সীমার ভিত্তিতে নবান্ন স্কলারশীপ ২০২২ টাকার পরিমাণ বাড়তে পারে।
নবান্ন স্কলারশীপ ২০২২ আবেদন পদ্ধতি (Nabanba Scholarship 2022 Apply Process)
নবান্ন স্কলারশীপ আবেদনের জন্য কোনো অনলাইনের সুবিধা রাখা হয়নি। এখনে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে করতে হবে। প্রথমে নবান্ন স্কলারশীপ এর আবেদন পত্র A4 সাইজ এর সাদা কাগজে প্রিন্ট করতে হবে। এবং এরপর আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। এর পর আবেদন পত্রের সঙ্গে নিজের ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করে নবান্নের অফিসে জমা করতে হবে। ফর্ম টি আবেদনকারী নিজে বা অভিবাকবককে গিয়ে জমা করতে হবে। আবেদন পত্র এর লিঙ্ক এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এর তালিকা নিচে দেওয়া রয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Nabanna Scholarship Documents)
- নবান্ন স্কলারশীপ আবেদন পত্র
- এলাকার MLA এর রেকমেন্ডেশন লেটার
- ইনকাম সার্টিফিকেট
- শেষ পরীক্ষার মার্কশিট
- বর্তমান কোর্সের ভর্তির রশিদ
- পাসপোর্ট সাইজ ফটো
- এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)
নবান্ন স্কলারশীপ আবেদন পত্র (Nabanba Scholarship Application Form)
নবান্ন স্কলারশীপ আবেদন পত্র ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো –
Nabanba Scholarship Application Form – Download PDF
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা ~ Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ ~ নবান্ন স্কলারশীপ আবেদন পত্র জমা দেবার কোনো নির্দিষ্ট তারিখ নেই। বর্তমান কোর্স চলা কালীন যেকোনো দিন আপনারা গিয়ে নবান্ন স্কলারশীপ এর আবেদন পত্র জমা দিতে পারেন।
নবান্ন স্কলারশীপ হেল্পলাইন নম্বর ( Nabanna Scholarship Helpnine No.)
হেল্প লাইন নম্বর ~ (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮
অফিসিয়াল ওয়েবসাইট ~ www.wbcmo.gov.in
আরো পড়ুন ~