কৃষি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ – 168 টি শূন্যপদ | NABARD Grade-A Recruitment 2022

NABARD Grade-A Recruitment 2022: ভারতীয় কৃষি ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে NABARD Assistant Manager Recruitment 2022। এখানে প্রচুর পরিমাণে অ্যাসিস্টেন্ট ম্যানেজার নিয়োগ করা হবে। আগ্রহী পার্থীরা 7 এই আগষ্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। Natnion Bank Of Agriculture And Rular Development Grade A Recruitment 2022 -এ শূন্যপদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার সঠিক পদ্ধতি জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাNatnion Bank Of Agriculture And Rular Development (NABARD)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)
শিক্ষাগত যোগ্যতাগ্র্যাজুয়েশন ও অন্যান্য
মোট শূন্যপদ168 টি
স্থানসারা ভারত
NABARD Grade-A Recruitment 2022
Join বাংলাপোর্টাল teligram channel

NABARD Assistant Manager Recruitment 2022 Notification

পদের নাম ~ এখানে ভারতীয় কৃষি ব্যাংক অর্থাৎ Natnion Bank Of Agriculture And Rular Development -তে Grade A লেবেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা (NABARD Assistant Manager Recruitment 2022 Qualification)

এখানে আলাদা আলাদা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কিছু কিছু পদের জন্য গ্র্যাজুয়েশন পাস এবং আরো অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বয়সসীমা ( NABARD Grade-A Recruitment 2022 Age Limit)

অফিসিয়াল নোটিস অনুযায়ী NABARD Assistant Manager Recruitment 2022 তে বয়সসীমা রয়েছে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত। ST/SC পর্থদের জন্য 5 বছর এবং OBC শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে 3 বছর বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

শূন্যপদ (NABARD Grade-A Recruitment 2022 Vacancy)

সব মিলিয়ে এখানে মোট 168 টি শূন্যপদ রয়েছে। পদ ও শ্রেণী অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো –

পদের নামURSTSCOBCEWSমোট
AM (RDBS)
General3312622880
Agriculture Engineering11215
Fisheries112
Forestry112
Land Development/Soil Science1113
Plantation/Horticulture112
Civil Engineering1113
Environmental Engg/Science1124
Finance11511330
Computer/Information Technology1049225
Agri Marketing/Agri Business Management112
Development Management1113
AM(Rajbahsha)41117
মোট শূন্যপদ672794817168

আবেদন পদ্ধতি (NABARD Grade-A Recruitment 2022 Apply Online)

আগ্রহী পার্থী NABARD এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল-

  • প্রথমে NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট nabard.org তে যান।
  • এরপর প্রথমে রেজিষ্টার করুন।
  • এরপর আবেদন সম্পর্কিত লিঙ্কে ক্লিক করুন।
  • আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন মূল্য প্রদান করুন।
  • এরপর আবেদনটি সাবমিট করুন।
  • সর্বশেষে আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন অথবা nabard.org তে যান। লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

আবেদন সম্পর্কিত কোনো সমস্যা বা আবেদন মূল্য প্রদানের সমস্যা বা কল লেটার ডাউনলোড এর সমস্যা হয়ে থাকলে https://cgrs.ibps.in/ তে গিয়ে যোগাযোগ করতে পারেন। ইমেইল এর সাবজেক্টে অবশ্যই “NABARD Officer – Grade ‘A’ (RDBS) – DR” দিবেন।

আবেদনের শেষ তারিখ (NABARD Grade-A Recruitment 2022 Last Date)

NABARD Grade-A Recruitment 2022 আবেদনের শেষ তারিখ হলো 7 এই আগষ্ট 2022। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে এই তারিখের আগে আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি (NABARD Grade-A Recruitment 2022 Selection Process)

এখানে পর্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। যে সকল পার্থী এই পরীক্ষায় সফল হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভউয়ের পর মেরিট লিস্ট করে পার্থীকে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (NABARD Grade-A Recruitment 2022 Dates & Links)

বিজ্ঞপ্তি প্রকাশিত18.07.2022
আবেদন শুরু18.07.2022
আবেদন শেষ07.08.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইট/আবেদনnabard.org
আমাদের টেলিগ্রামJoin Free

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “কৃষি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ – 168 টি শূন্যপদ | NABARD Grade-A Recruitment 2022”

Leave a Comment