উচ্চমাধ্যমিক পাসে শিশু সুরক্ষা দপ্তরের চাকরির বিরাট সুযোগ, বেতন ১৪ থেকে ৩৩ হাজার টাকা

Nadia Child Protection Unit Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার শিশু সুরক্ষা দপ্তরে পক্ষ থেকে Officer-in-charge এবং House Mother পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ০৭ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাDistrict Child Protection Unit, Nadia
পদের নামOfficer-in-Charge এবং House Mother
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)১৪,৫৬৪ থেকে ৩৩,১০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থাননদীয়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটnadia.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

নদীয়া জেলায় শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ ২০২৩

পদের নাম

নদীয়া জেলার শিশু সুরক্ষা দপ্তরে যে সব পদে নিয়োগ করানো হবে সেগুলি হলো – Officer-in-charge এবং House Mother

মোট শূন্যপদ

শিশু সুরক্ষা দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা।

পদের নামশূন্যপদে সংখ্যা
Officer-in-Charge০১ টি
House Mother০১ টি

শিক্ষাগত যোগ্যতা

এখানে House Mother পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং Officer-in-charge আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LLB অথবা Phychology Social Work বা Social Science স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা

শিশু সুরক্ষা দপ্তরে Officer-in-charge পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ম ২৭ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪২ বছর বয়সের মধ্যে হতে হবে এবং House Mother পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ম ২১ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন

এখানে আবেদনকারী প্রার্থীদের যে পরিমাণ যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি পদ অনুযায়ী নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Officer-in-charge৩৩,১০০/-
House Mother১৪,৫৬৪/-

আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শিশু সুরক্ষা দপ্তরে Officer-in-charge এবং House Mother পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে nadia.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Social Welfare Section, Office Of The District Magistrate, Nadia, Krishnanagar, Pin – 741101

আবেদনের শেষ তারিখ

নদীয়া জেলার শিশু সুরক্ষা দপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ০৭ আগষ্ট ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪.০৭.২০২৩
আবেদন শুরু১৭.০৭.২০২৩
আবেদন শেষ০৭.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: nadia.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment