ভারতের জাতীয় ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই মোটা বেতনের চাকরি

National Film Development Corporation Recruitment 2023: ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। দেওয়া হয়েছে। বেশ কয়েক ধরোনের পদে আবেদন করতে পারবেন। প্রতিমাসে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বেতন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি পদে নিয়োগ করানো হবে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগ সংস্থাThe National Film Development Corporation Ltd
পদের নামFilm Programmer,Information Technology, Manager & Others
মোট শূন্যপদ১৬ টি
বেতন (₹)১,০০০০০ – ১,২০,০০০/-
চাকরির ধরনফিল্ম ইন্ডাস্ট্রি
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটnfdcindia.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ফিল্ম কর্পোরেশনে নিয়োগ ২০২৩ (The National Film Development Corporation Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে Head – National Museum of Indian Cinema, Film Programmer, Information Technology, Manager – Legal, Manager – Marketing & Public Relation, Manager – Administration পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীডের Graduation থেকে শুরু করে P.hd, M.Sc ইত্যাদি যোগ্যতা লাগবে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। কিছু পদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৪৫ বছর রয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিস অবশ্যই দেখুন।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের ১,০০০০০/- টাকা থেকে শুরু করে ১,২০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

National Film Development Corporation Recruitment 2023

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১ লা মে তারিখে আগে নির্দিষ্ট স্থানে আপনার সমস্ত ডকুমেন্টস সহ আবেদন ফর্ম জমা করতে হবে। আপনাদের যাদের ইচ্ছে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার তাঁরা অবশ্যই আবেদন করার সময় খুব ভালোভাবে আবেদন করবেন। অর্থাৎ আবেদন অথবা ডকুমেন্টসে কোনো রকম ভুল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন – যোগ্যতার সার্টিফিকেট, ভোটার ও আঁধার কার্ড ইত্যাদি অবশ্যই জমা করতে হবে।

Address :- 5th Floor of the NMIC Building, NFDC FD – Complex,24, Pedder Road, Cumballa Hill, Mumbai – 400026

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ঠিকানায় প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
  • যোগ্যতা প্রমান হিসেবে একটি ডকুমেন্টস
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য আবেদনকারী কে কোনো আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনের শেষ তারিখ আগামী ১ লা মে ২০২৩ তারিখ। উক্ত তারিখের আগেই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট স্থানে ডকুমেন্টস জমা করুন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০৪.২০২৩
আবেদন শুরু১৫.০৪.২০২৩
আবেদন শেষ০১.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: nfdcindia.com
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.