Recruitment 2022 For South 24 Parganas: পশ্চিমবঙ্গের জাতীয় স্বাস্থ্য মিশন এর আওতায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ দক্ষিণ ২৪ পরগনা জেলায় National Health Misson এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে আগ্রহী তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এখানে চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ থেকে আবেদন করতে পারবেন এছাড়াও উচ্চ শিক্ষিত হলেও আবেদন করতে পারবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | National Health Misson |
পদের নাম | Hospital Attendant, Laboratory Technician, Co-ordinator এবং আরো অন্যান্য |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক/উচ্চমাধ্যমিক |
মোট শূন্যপদ | ১৬ টি |
আবেদন শেষ তারিখ | 25.06.2022 |
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ | 30.06.2022 |
স্থান | দক্ষিণ ২৪ পরগনা |
National Health Misson Recruitment 2022 For South 24 Parganas
পদের নাম ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –
- Hospital Attendant
- Laboratory Technician,
- Co-ordinator,
- Senior Treatment Supervisor,
- Medical Officer (MO-DTC),
- Senior Medical officer,
- Medical Officer (Full Time),
- Peer Support,
- Kala-Azar Technical Supervisor,
- Sanitary Attendant,
মোট শূন্যপদ ~ এখানে সব মিলিয়ে মোট 16 টি শূন্য পদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করবেন। অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে চাকরি প্রার্থীদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে সেখান থেকেও আবেদন করতে পারবেন। নিচে আবেদন পদ্ধতি Step-by-step আলোচনা করা রয়েছে-
- প্রথমে চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবেদনপত্রটি পূরন করতে হবে।
- এরপর চাকরি প্রার্থীদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
- চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে ভালো করে রাখতে হবে।
- পরবর্তী কালে আবেদনপত্র সঙ্গে অন্যান্য সমস্ত ডকুমেন্টস গুলো যুক্ত করে সেটি নিচে দেওয়া ঠিকানা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- মাধ্যমিক এডমিট কার্ড
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজের ফটো কপি
- চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার সাদা কাগজে উপর
আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে মাধ্যমে আবেদন চলবে 25.06.2022 তারিখ পর্যন্ত এবং আবেদনপত্রটি জমা করতে পারেন 30.06.2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা ~ The Secretary,DH&FW Sanity and CMOH, South 24 parganas, Administrative Buliding (2nd Floor),M.R.Bangur Hospital Complex, 241, Deshapran Sashmal Road, Tollygunge, Kolkata – 700033,W.B.
নিয়োগ পদ্ধতি
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রথমে আবেদন করা পরে নামের লিস্ট তৈরি করা হবে এবং পরবর্তীতে কালে লিস্ট অনুযায়ী ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ ও অন্যান্য নাম্বার যুক্ত করে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 08.06.2022 |
আবেদন শুরু | 08.06.2022 |
আবেদন শেষ | 25.06.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম | Join Here |
HS pass