পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী সরকারি চাকরি খোঁজ করছেন তারা অব্যশই এখানে আবেদন করা সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থী লাইব্রেরীতে গ্ৰুপ সি পদে চাকরি করতে আগ্রহী তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নেবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | National Library |
পদের নাম | গ্ৰুপ সি |
শিক্ষাগত যোগ্যতা | – |
শূন্যপদ | 01 টি |
আবেদন শেষ তারিখ | 14.07.2022 |
স্থান | আলিপুর, কোলকাতা |
নেশনাল্ লাইব্রেরী তে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2022
পদের নাম ~ এখানে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল স্টোর কিপার।
শিক্ষাগত যোগ্যতা ~ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা হয়নি। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়স ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 56 বছরের কম।
শূন্যপদ ~ এখানে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে পে লেবেল 4 অনুযায়ী প্রতিমাসে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনের সুবিধা রাখা হয়েছে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রথমে একটি বায়ো ডাটা বানাতে হবে। চাকরি প্রার্থীরা আবেদন করা জন্য নিচে আবেদনপত্র দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিলাপ করলেও হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের বায়ো ডাটা বানানোর ফরমাট অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। নিচে দেওয়া রয়েছে বায়ো ডাটা বানানোর ফরমাট-
- 1. Name and Address (in Block Letters)
- 2. Date of birth (in Christian era)
- (i) Date of entry into service
- 3. Date of retirement under Central/State Government Rules
- 4. Educational Qualification
- 5. Whether Educational and other qualifications
- 6. required for the post are satisfied.(lf any qualification has been treated as equivalent to the one prescribed in the Rules state the authority for the same)
- 7. Qualifications/Experience required as mentioned in the advertisement/ vacancy Circular
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- মাধ্যমিকের এডমিট কার্ড
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- বয়সে প্রমানপএ
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো কপি
আবেদনে শেষ তারিখ ~ পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 14/07/2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান ~ পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরির, আলিপুর, কোলকাতা,700027.
পশ্চিমবঙ্গের ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি সমদ্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন এ ভালো করে জেনে নেবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 02.05.2022 |
আবেদন শুরু | 02.05.2022 |
আবেদন শেষ | 14.07.2022 |
অফিসিয়াল নোটিস | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Click Here |
আরো পড়ুন ~