মাসে ৩০০০ টাকা জমালেই মিলবে লক্ষ টাকা, এই স্কিম সম্পর্কে অবশ্যই জেনে রাখা দরকার

National Pension System : ন্যাশনাল পেনশন স্কিম এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এর বিভিন্ন প্রকল্প রয়েছে। National Pension System একটি স্কিম যেটির মাধ্যমে আপনি মাসে ৩০০০ টাকা করে জমা দিয়েই মোটা অংকের টাকা ফেরত পাবেন। কারা কারা এই স্কিমে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

National Pension System

National Pension System কি ?

National Pension System স্কিমটি ১ লা জানুয়ারি ২০০৪ সাল থেকে শুরু হয়। এই স্কিমের নিয়ম ছিল শুধুমাত্র যারা সরকারি চাকরি করেন, যাদের অবসর হয়ে গেছে তাঁদের জন্য। কিন্তু পরিবর্তিতে এই স্কিম টি প্রত্যেকের জন্য অর্থাৎ বয়স ১৮ বছর হলেই এই স্কিমে টাকা জমা করতে পারবেন। নূন্যতম ৫০০ টাকা জমা করলেই টিয়ার ১,২ এ রেজিস্ট্রেশন করতে পারবেন। ৬০ বছর পর্যন্ত টাকা জমা করা যাবে।৬০ বছর পর সেই টাকা পেনশন এর মাধ্যমে বেশি পরিমানে পাওয়া যাবে।

কারা কারা NPS একাউন্ট খুলতে পারবেন ?

পুরুষ অথবা মহিলা যে কেউ যাদের বয়স ১৮ হয়ে গেছে তারা NPS এ আবেদন করতে পারবেন। এই একাউন্ট খোলার জন্য আপনাকে কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করার প্রয়োজন নেই। সাধারণ মানুষ ও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। অনেক সংস্থা তাঁদের কর্মীদের NPS একাউন্ট খুলে দেয়, যাতে করে তারা অবসর হয়ে যাওয়ার পর একটা মোটা অংকের টাকা ফেরত পায়।

NPS স্কিমে টাকা কিভাবে পাবেন ?

প্রতি অর্থবর্ষে আপনার জমানো টাকা সুদ সহ আপনি পাবেন। আপনার বয়স ৬০ বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি প্রতুমাসে নির্দিষ্ট পরিমান টাকা পেনশন পাবেন।

National Pension System -এ কোন কোন Fund আছে ?

  • HDFC Pension Management
  • ICICI Prudential Pension Fund Management
  • Kotak Mahindra Pension Fund Ltd.
  • LIC Pension Fund Ltd.
  • SBI Pension Fund
  • Aditya Birla Sunlife Pension Management Ltd.

National Pension System স্কিমে আবেদন কিভাবে করবেন ?

আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। নিজের ফোন থেকেই আবেদন করতে পারবেন। সমস্ত স্টেপ স্টেপ বাই বলে দেওয়া হয়েছে।

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন – www.npstrust.org.in
  • Perosnal অপশনে ক্লিক করুন।
  • এর পর যার নাম NPS একাউন্ট করতে চান তাঁর আঁধার কার্ড নম্বর এবং প্যান কার্ড নম্বর লিখুন।
  • আঁধার কার্ডে যেই নম্বর লিংক আছে সেটা তে OTP যাবে।
  • এরপরের স্টেপ আপনি NPS এ কোন ধরণের একাউন্ট করবেন সেটা নির্বাচন করুন।
  • সব কিছু সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে সাবমিট করুন।
  • এরপর আপনার সামনে সমস্ত Fund এর লিস্ট গুলি আসবে। আপনি যেই fund এর আন্ডার এ এই স্কিমে টাকা জমা করতে চান সেটি নির্বাচন করুন।
  • আপনি আপনার নমিনি কাকে রাখবেন তাঁর তথ্য লিখুন।
  • এরপর নিজের ছবি এবং সাক্ষর আপলোড করুন।
  • সবকিছু হয়ে গেলে সাবমিট করুন।
  • সাবমিট করলেই PRAN নম্বর পেয়ে যাবেন। ওই নম্বর দিয়েই পরবর্তীতে লগইন করতে পারবেন।

আরো পড়ুন: প্রতিমাসে পাবেন ১২৫০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে একবার নিবেশ করলেই

আরো পড়ুন: মাত্র ৫ বছরে ১,৪০,২৫৫ টাকা রিটার্ন। পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানা দরকার

হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here
অন্যান্য খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment