NCERT Recruitment 2023: মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস এবং আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরি পর্থীদের জন্য আরও একটি সুখবর। কেন্দ্রীয় সরকার দ্বারা the National Council of Educational Research & Training (NCERT) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ৩৪৭টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আরও উচ্চ শিক্ষাগত সম্পন্ন পার্থীরা এখানে আগামী ১৯ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | the National Council of Educational Research & Training (NCERT) |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ৩৪৭ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ncert.nic.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কেন্দ্রীয় সরকার দ্বারা NCERT-তে নিয়োগ ২০২৩ (NCERT Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে কেন্দ্রীয় সরকার দ্বারা NCERT-তে বিভিন্ন লেবেলের পদে নিয়োগ করা হবে। প্রত্যেক পদের নাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সমস্ত পদ মিলে মোট ৩৪৭টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। পদের লেবেল এবং শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের লেবেল | UR | EWS | OBC | SC | ST | মোট শূন্যপদ |
---|---|---|---|---|---|---|
Levels 2-5 | ১২০ | ১১ | ৫৫ | ১৭ | ১২ | ২১৫ |
Levels 6-8 | ৫১ | ০৯ | ২৮ | ০৭ | ০৪ | ৯৯ |
Levels 10-12 | ২৪ | ০২ | ০৬ | ০১ | – | ৩৩ |
মোট শূন্যপদ | ১৯৫ | ২২ | ৮৯ | ২৫ | ১৬ | ৩৪৭ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যথাক্রমে, মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস, ডিপ্লোমা, ITI, ডিগ্রি, স্নাতক, M.Tech, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা বয়সসীমা রয়েছে। Superintending Engineer পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৫০ বছর। আবার অনেক পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর, ৩৫ বছর, ৩০ বছর এবং ২৭ বছর। পদ অনুযায়ী বয়সসীমা বয়সসীমা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে the National Council of Educational Research & Training এর অফিসিয়াল ওয়েবসাইট ncert.nic.in তে গিয়ে অথবা নিচে দেওয়া আবেদন লিংকে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তুমি অনলাইন আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। আবেদন সম্পূর্ণ হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।
আবেদন মূল্য (Application Fee)
লেবেল ১০-১২ পদে আবেদন করার জন্য ১৫০০ টাকা, লেবেল ৬-৭ পদে আবেদন করার জন্য ১২০০ টাকা এবং লেবেল ২-৫ পদে আবেদন করার জন্য ১০০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwBD/Ex-Servicemen পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
NCERT Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে যোগ্য পর্থীরা এখানে পিজ্ঞপ্তি প্রকাশের পর ২১ দিন পর্যন্ত অর্থাৎ আগামী ১৯ মে ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
NCERT-তে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৯.০৪.২০২৩ |
আবেদন শুরু | ২৯.০৪.২০২৩ |
আবেদন শেষ | ১৯.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: ncert.nic.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |