NDA Recruitment 2023: উচ্চমাধ্যমিক পাসে ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ – ২৮৬ টি শূন্যপদ

NDA Recruitment 2023: ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কেলার মাল্টি টাস্কিং স্টাফ সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। ৩১ এই ডিসেম্বর ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২১ দিন পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। NDA Clerk And Multi Tasking Staff Recruitment 2023 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাNational Defence Academy
পদের নামক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ
মোট শূন্যপদ২৮৬ টি
বেতননিয়ম অনুযায়ী
যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটndacivrect.gov.in
টেলিগ্রামJoin Here

তে নিয়োগ ২০২৩ (NDA Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে National Defence Academy (NDA) এর দ্বারা ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ সহ আরো নানা পদে নিয়োগ করা হচ্ছে। সমস্ত পদের নাম নীচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • Lower Division Clerk
  • Painter
  • Draughtsman
  • Compositor-cum-Printer
  • Cinema Projectionist-II
  • Cook
  • Fireman
  • Blacksmith
  • TA-Baker & Confectione
  • TA-Cycle Repairer
  • Multi Tasking Staff – Office & Training (MTS-O&T)

মোট শূন্যপদ (NDA Clerk & MTS Vacancy 2023)

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ২৮৬ টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ও পদ ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের দেওয়া হয়েছে

শিক্ষাগত যোগ্যতা (NDA Clerk & MTS Recruitment 2023 Educational Qualification)

NDA Clerk & MTS Recruitment 2023 Notification অনুযায়ী এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI করে থাকা প্রয়োজন।

বয়সসীমা (Age Limit)

NDA Lower Division Clerk And Multi Tasking Staff Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরর মধ্যে হতে হবে। কিছু কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ২৫ বছর। এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি (NDA Recruitment 2023 Apply Online)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে দেখতে হবে। তারপর https://ndacivrect.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

NDA Lower Division Clerk And Multi Tasking Staff Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কোনো রকম আবেদন মূল্যের কথা উল্লেখ নেই।

আবেদনের শেষ তারিখ (NDA Recruitment 2023 Last Date)

বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে এখানে আবেদন করতে হবে। অর্থাৎ আগামী ২০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (NDA Recruitment 2023 Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট নেওয়া হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১.০১.২০২৩
আবেদন শুরু৩১.০১.২০২৩
আবেদন শেষ২০.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

NDA Recruitment 2023 – FAQ

NDA Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?

NDA Recruitment 2023 Notification এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

National Defence Academy তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে।

National Defence Academy তে Lower Division Clerk, Multi Tasking Staff এবং আরো অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে।

National Defence Academy Recruitment 2023 তে আবেদন করবো কিভাবে?

National Defence Academy এর অফিসিয়াল ওয়েবসাইট ndacivrect.gov.in তে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment