NIACL Administrative Officer (Generalists Specialists) Recruitment 2023: ভারতের সমস্ত চাকরি প্রার্থীদের আরও একটি নতুন চাকরি খবর। ভারতের বৃহত্তম সরকারি খাতের সাধারণ বীমা কোম্পানি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে Administrative Officers (Generalists Specialists) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৪৫০ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৮০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২১ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | The New India Assurance Company Limited (NIACL) |
---|---|
পদের নাম | Administrative Officers (Generalists Specialists) |
মোট শূন্যপদ | ৪৫০ টি |
বেতন (₹) | ৮০,০০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | newindia.co.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
NIACL Administrative Officer (Generalists Specialists) Recruitment 2023
পদের নাম
নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটি হলো – Administrative Officers (Generalists Specialists) এবং প্রার্থীদের Administrative Officers (Generalists Specialists) পদে যে সমস্ত বিভাগের নিয়োগ করানো হবে সেগুলি বিস্তারিত নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Risk Engineer
- Automobile Engineer
- Legal
- Accounts
- Health
- IT
- Generalists
মোট শূন্যপদ
NIACL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৪৫০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে CA, BE বা B.Tech, BHMS, BDS, MBBS, ME বা M.Tech, MCA, MCA, MD, MS, MDS স্নাতকোত্তর কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ০১ আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিম্ম ২১ বছর বয়স থেকে সবোর্চ্চ ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৮০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডে Administrative Officers (Generalists Specialists) পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে newindia.co.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করা হয়ে গেলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
আবেদন মূল্য
সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের ১০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ
নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ২১ আগষ্ট ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে এরপরে মেইনস পরীক্ষা নেওয়া হবে। তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: newindia.co.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here