বেতন ৩৫,০০০ টাকা থেকে শুরু, ন্যাশনাল ইনফোরমেটিক্স সেন্টারে কর্মী নিয়োগ – ৫৯৮টি শূন্যপদ

NIC Recruitment 2023 : National Informatics Centre এর পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NIC -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Scientist B,Scientific Officer /Engineer,Scientific /Technical Assistant সব মিলিয়ে মোট ৫৯৮ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল ২০২৩। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ সংস্থাNational Informatics Centre (NIC)
পদের নামScientist B, Scientific Officer/Engineer, Scientific /Technical Assistant
মোট শূন্যপদ৫৯৮ টি
বেতন (₹)৩৫,০০০ – ১,৭৭,৫০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটcalicut.nielit.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে নিয়োগ ২০২৩ (NIC Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখনে Scientist B,Scientific Officer /Engineer, Scientific /Technical Assistant পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মোট শূন্যপদ (NIC Job Vacancy 2023)

NIC -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫৯৮ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Scientist B৭১ টি
Scientific Officer/Engineer১৯৬ টি
Scientific /Technical Assistant৩৩১ টি
মোট৫৯৮ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

NIC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Scientist B পদে আবেদন করার জন্য প্রার্থীদের Bachelor Degree in Engineering Or Bachelor Degree in Technology করা থাকতে হবে এবং বাকি পদের জন্য M. Sc/MS/MCA/B. E/B. Tech করা থাকবে হবে।

বয়সসীমা (Age Limit)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে General প্রার্থীরা সর্বোচ্চ ৩০ বছর, SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৩৫ বছর এবং OBC প্রার্থীরা ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বেতন (Salary)

NIC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি পদের জন্য বেতনের পরিমান আলাদা। প্রতিমাসে ৩৫,০০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।নিচে ছকের মাধ্যমে বেতন সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Scientist B56,100 – 1,77,500/-
Scientific Officer / Engineer44,900 – 1,42400/-
Scientific / Technical Assistant35,400 – 1,12,400/-

আবেদন পদ্ধতি (NIC Recruitment 2023 Apply Online)

NIC Recruitment 2023

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। NIELIT Calicut এর অফিসিয়াল ওয়েবসাইট – www.calicut.nielit.in/nic23 এর মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন আবেদন সম্পর্ককৃত আরও তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য SC/ST/PWD/Women প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। General প্রার্থীদের আবেদন করার জন্য ৮০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের শেষ তারিখ (NIC Recruitment 2023 Last Date)

NIC Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ৪ ই এপ্রিল ২০২৩। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা উক্ত তারিখের মধ্যে আবেদন করে নেবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী সমস্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪.০৩.২০২৩
আবেদন শুরু০৪.০৩.২০২৩
আবেদন শেষ০৪.০৪.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

F.A.Q

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment