HS পাশ যোগ্যতায় কলকাতার ইনস্টিটউটে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন

NICED Data Entry Operator Recruitment 2023: কেন্দ্রীয় সরকার অধীনস্ত National Institute of Cholera and Enteric Diseases (NICED) এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেকার যুবক – যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ। এই পোস্টে চাকরি পেতে আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন।

নিয়োগ সংস্থাNICED ( National Institute of Cholera and Enteric Diseases )
পদের নামDEO ( Data Entry Operator )
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১৮,০০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটniced.org.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ (Data Entry Operator Recruitment 2023)

পদের নাম (Post Name)

NICED – এর তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator ) পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Data Entry Operator Recruitment 2023 – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট ১ টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হবে। শূন্যপদ এর ব্যাপারে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Data Entry Operator Recruitment 2023 : এ আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার – এ ১ ঘন্টায় ৮,০০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

Data Entry Operator Recruitment 2023 : এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই ২৮ বছরের মধ্যে হতে হবে। OBC/SC/ST প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

Data Entry Operator Recruitment 2023 : এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০ /- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রথমে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। তারপর ফর্মটি সুন্দর ভাবে পূরণ করে ইন্টারভিউ এর দিন অর্থাৎ ০৩.০৩.২০২৩ তারিখ আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পূরণ করা ফর্মটি নিয়ে যেতে হবে।

NICED Data Entry Operator Recruitment 2023

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমানপত্র (মাধ্যমিক অ্যাডমিট /জন্ম সার্টিফিকেট/প্যান কার্ড)
  • ঠিকানার প্রমানপত্র (আঁধার কার্ড / ভোটার কার্ড)
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (HS পরীক্ষার অ্যাডমিট এবং মার্কশিট )
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য (Application Fee)

Data Entry Operator Recruitment 2023 : – এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পোস্টে আবেদন করার জন্য কোনো আবেদনমূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Data Entry Operator Recruitment 2023 : যেহেতু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার ব্যাপার নেই তাই আবেদন এর শেষ তারিখ নেই। আপনাকে সরাসরি ইন্টারভিউ এর দিন ডকুমেন্টস জমা দিয়ে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউ – এর স্থান :-

Data Entry Operator Recruitment 2023 : যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পূরণ করা আবেদন ফর্মটি সঙ্গে নিয়ে নিন্মে দেওয়া ঠিকানায় সঠিক তারিখে যেতে হবে।

*০৩.০৩.২০২৩ তারিখ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।

NICED ( National Institute of Cholera and Enteric Diseases ) NICED-II, Building Within ID & BG Hospital Campus ) P-33, C. I. T Road, Scheme – XM Beliaghata,Kolkata 700010

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Data Entry Operator Recruitment 2023 : এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পোস্টে আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে। ইন্টারভিউ এই পাশ করতে পারলেই আপনাকে জয়েনিং করানো হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০২.২০২৩
ইন্টারভিউ০৩.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment