NILD Kolkata Recruitment 2022: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে National Institute for Locomotor Disabilities (Divyangjan) তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Locomotor Recruitment 2022 তে স্টাফ নার্স, আপার ডিভিশন ক্লার্ক এবং আরো অন্যান্য শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে কর্মজীবনের সুযোগ পেতে আগ্রহী এই রকম চাকরি প্রার্থীদের জন্য আমরা NILD Kolkata Job Vacancy এর খবর প্রকাশ করেছি। সারা ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি পার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | National Institute for Locomotor Disabilities (NILD) |
পদের নাম | স্টাফ নার্স, আপার ডিভিশন ক্লার্ক ও অন্যান্য |
মোট শূন্যপদ | 4 টি |
আবেদন মোড | অফলাইন |
বেতন | নিয়ম অনুযায়ী |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | www.niohkol.nic.in |
NILD কলকাতা নিয়োগ ২০২২ | NILD Kolkata Recruitment 2022
পদের নাম | Post Name
এখানে ইএমজি টেকনিশিয়ান, স্টাফ নার্স এবং আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification
ইএমজি টেকনিশিয়ান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার সমতুল্য এবং GOI/রাজ্য দ্বারা স্বীকৃত সংশ্লিষ্ট বিভাগে দুই বছরের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ। হাসপাতাল বা ক্লিনিকে ইএমজি-এনসিভি মেশিন পরিচালনার এক বছরের অভিজ্ঞতা।
স্টাফ নার্স: তিন বছরের অভিজ্ঞতা সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা। 2) ভারতীয় নার্সিং কাউন্সিল আইন 1947 / যেকোনো রাজ্য নার্সিং কাউন্সিলের অধীনে নার্স এবং মিডওয়াইফ হিসাবে নিবন্ধিত।
আপার ডিভিশন ক্লার্ক: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি। তিন বছরের অভিজ্ঞতা প্রশাসন/অ্যাকাউন্ট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
মোট শূন্যপদ | Total Vacancy
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
স্টাফ নার্স | 2 টি |
ইএমজি টেকনিশিয়ান | 1 টি |
আপার ডিভিশন ক্লার্ক | 1 টি |
বেতন | Salary
স্টাফ নার্স পদের জন্য বেতন রয়েছে বেতন ম্যাট্রিক্স লেভেল-07 অনুযায়ী, ইএমজি টেকনিশিয়ান এবং আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য বেতন রয়েছে পে ম্যাট্রিক্স লেভেল-04 অনুযায়ী।
আবেদন পদ্ধতি | How To Apply NILD Kolkata Recruitment 2022
যোগ্য এবং আগ্রহী পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফসিয়াল নোটিস এর সঙ্গে যুক্ত আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর ওই ফর্ম টি প্রিন্ট করে সঠিক ভাবে পূরণ করতে হবে। তারপর সেটির সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট এর মাধ্যমে বা নিজে গিয়ে জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents
- পরিচয় প্রমাণ পত্র।
- জন্ম প্রমাণ পত্র।
- যোগ্যতার প্রমাণ পত্র।
- অভিজ্ঞতার প্রমাণ পত্র।
- নিজস্ব ছবি।
- অনান্য গুরুত্বপূর্ণ নথিপত্র।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা
the Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-700090
আবেদনের শেষ তারিখ | Application Last Date
NILD কলকাতা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরবর্তী 30 দিন পর্যন্ত অর্থাৎ 1 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া | NILD Kolkata Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারীদের লিখিত পরীক্ষা/ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 02.09.2022 |
আবেদন শুরু | 02.09.2022 |
আবেদন শেষ | 01.10.2022 (30 দিন) |
প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিস: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: www.niohkol.nic.in
- আমাদের টেলিগ্রাম: Join Here Free
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
NILD Kolkata Recruitment 2022 – FAQ

কলকাতায় NILD তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
কলকাতায় NILD তে ইএমজি টেকনিশিয়ান, স্টাফ নার্স এবং আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে।
NILD নিয়োগ 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?
NILD নিয়োগ 2022 তে মোট 4 টি শূন্যপদ আছে।
NILD Kolkata Recruitment 2022 তে আবেদন শুরু কতো তারিখ?
NILD Kolkata Recruitment 2022 তে আবেদন শুরু 2 সেপ্টেম্বর 2022 তারিখ।
NILD Kolkata Recruitment 2022 তে আবেদন শেষ কতো তারিখ?
NILD Kolkata Recruitment 2022 তে আবেদন শেষ 1 অক্টোবর 2022 তারিখ।