NIT দুর্গাপুরে চাকরির সুযোগ, মাসে ৩১ হাজার টাকা বেতন। সরাসরি ই-মেইলের মাধ্যমে আবেদন করুন

NIT Durgapur Junior Research Fellow Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে Junior Research Fellow পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩১,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাNational Institute of Technology Durgapur (NIT Durgapur)
পদের নামJunior Research Fellow
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)৩১,০০০/-
আবেদন মোডইমেইল
স্থানদূর্গাপুর
ওয়েবসাইটnitdgp.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

NIT দুর্গাপুরে নিয়োগ ২০২৩

পদের নাম

দূর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT, Durgapur) এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Junior Research Fellow

মোট শূন্যপদ

NIT দূর্গাপুরের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Junior Research Fellow পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করা জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ME/ M.Tech, M.Sc কমপ্লিট করে থাকতে হবে।

বেতন

এখানে Junior Research Fellow পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

দূর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পক্ষ থেকে Junior Research Fellow পদে সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত যুক্ত করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। তারপরে akchakraborty.phy@nitdgp.ac.in এই ইমেইল আইডি-তে পাঠাতে হবে ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বা তার আগে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখবেন।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ

NIT দূর্গাপুরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ইমেইল মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২২.০৮.২০২৩
ইমেইল পাঠানোর শেষ তারিখ২২.০৯.২০২৩
ইন্টারভিউ তারিখ১১.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: nitdgp.ac.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment