দুর্গাপুরে জাতীয় ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২০,০০০ টাকা

NIT Durgapur Project Assistant Recruitment 2023: দূর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পক্ষ থেকে (Project Assistant-I) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাNational Institute of Technology, Durgapur
পদের নামProject Assistant-I
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)২০,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানদুর্গাপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটnitdgp.ac.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ ২০২৩ (NIT Durgapur Recruitment 2023)

পদের নাম (Post Name)

দূর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Project Assistant -I

মোট শূন্যপদ (Total Vacancy)

NIT Durgapur Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

NIT Durgapur Projects Assistant Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫৫% নাম্বার নিয়ে Metallurgical Engineering/Metallurgical and Metarials Engineering/Mechanical Engineering -এ ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

দূর্গাপুর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ৩১ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

NIT Durgapur Projects Assistant Recruitment 2023 তে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত স্ক্যান করে PDF format তৈরি করুন। তারপরে প্রার্থীরা arup.mandal@mme.nitgp.ac.in-এই ইমেইল আইডি মাধ্যমে ইমেইল করুন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

NIT Durgapur Projects Assistant Recruitment 2023 তে আবেদন করা শেষ তারিখ হলো ২০.০৩.২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপর ওই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.০২.২০২৩
আবেদন শুরু২৭.০২.২০২৩
আবেদন শেষ২০.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment