NIT Durgapur Recruitment 2023: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিমাসে ৪৯ হাজার টাকা পর্যন্ত বেতন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
নিয়োগ সংস্থা | National Institute of Technology Durgapur |
---|---|
পদের নাম | Research Associate |
মোট শূন্যপদ | ১ টি |
বেতন (₹) | ৪৯,০০০/- |
চাকরির ধরন | কোম্পানি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | দুর্গাপুর, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | nitdgp.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
দুর্গাপুর NIT তে কর্মী নিয়োগ ২০২৩ (NIT Durgapur Recruitment 2023)
পদের নাম (Post Name)
National Institute of Technology Durgapur-তে Research Associate – II পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১ টি শূন্যপদে Research Associate পদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে Electrochemistry /Chemistry /Camecal Engineer /Energy Science & Engineer /Physics /Material Science এ P.hd পাশ করে থাকতে হবে তাহলে আবেদনের যোগ্য। সাথে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরও তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কতটা প্রয়োজন সেই বিষয়ে বিজ্ঞপ্তি তে কোনো কিছু উল্লেখ নেই। তাই সর্বনিন্ম ১৮ বছর বয়স থেকেই আবেদনটি করা যেতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
বেতন (Salary)
NIT Durgapur Recruitment 2023-তে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৯,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (NIT Durgapur Recruitment 2023 Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেইল এই মাধ্যমে আবেদন করতে হবে। একটি এপ্লিকেশন লিখতে হবে যার সাবজেক্ট থাকবে – Application for Research Associate II. কোন ইমেইল এ আবেদন পত্রটি পাঠাতে হবে সেটি নিচে দেওয়া রয়েছে।
Address :- Prof.Amit K. Chakrabory, Professor, Department of Physics & Professor in Charge, Center of Excellence in advance material National Institute of Technology Durgapur 713209,West Bengal
E-Mail – Amit.Chakrabory@phy.nitdap.ac.in
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ফটো
- বায়োডাটা
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (NIT Durgapur Recruitment 2023 Last Date)
এখানে অফলাইন আবেদনের শেষ তারিখ আগামী ৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। উক্ত তারিখের আগেই ইমেইল এর মাধ্যমে আবেদন জমা করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৫.০৩.২০২৩ |
ইন্টারভিউ | ১৯.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |