NIT Durgapur Research Associate Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে NIT দূর্গাপুরে পক্ষ থেকে Research Associate(RA)-II পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৯,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ১৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | National Institute of Technology Durgapur (NIT Durgapur) |
---|---|
পদের নাম | Research Associate (RA)-II |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৪৯,০০০/- |
আবেদন মোড | ইমেইল |
স্থান | দূর্গাপুর |
ওয়েবসাইট | https://nitdgp.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে দূর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পক্ষ থেকে Research Associate (RA) -II পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
NIT দূর্গাপুর এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Research Associate (RA) -II পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Ph.D/Electrochemistry/ Chemistry/Chemical Engg/Energy Science& Engg/Physics/Materials Science এই বিষয়ে ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
NIT দূর্গাপুর এর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
বেতন (Salary)
এখানে আবেদনকারী প্রার্থীদের +HRA নিয়ম অনুযায়ী প্রতিমাসে ৪৯,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি ইমেইল মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে nitdgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। এরপর CV এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ বানিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেইল আইডিতে ইমেইল করতে হবে। ইমেইল এর মাধ্যমে আবেদন করার নিয়মাবলী অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
NIT দূর্গাপুরের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ১০ জুলাই ২০২৩
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের এখানে কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী প্রার্থীদের শর্টলিস্ট তৈরি করা হবে। তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৯.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৯.০৬.২০২৩ |
আবেদন শেষ | ১০.০৭.২০২৩ |
ইন্টারভিউ | ১৭.০৭.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: nitdgp.ac.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
Ata kothay hobe