NIT Non-Teaching Recruitment 2022-23: কেন্দ্র সরকার দ্বারা নন-টিচিং স্টাফ নিয়োগ – 147 টি শূন্যপদ

NIT Non-Teaching Recruitment 2022-23: শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকার দ্বারা National Institute Of Technology Rourkela-তে নন-টিচিং স্টাফ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 147 টি শূন্যপদে নন-টিচিং স্টাফ নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে আগামী 16 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। NIT Recruitment 2022-23 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাNational Institute Of Technology Rourkela
পদের নামNon Teaching Post
মোট শূন্যপদ147 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটnitrkl.ac.in
টেলিগ্রামJoin Here

বিষয় সূচী ~

নন-টিচিং স্টাফ নিয়োগ ২০২২-২৩ |NIT Non-Teaching Recruitment 2022-23

পদের নাম – NIT Non-Teaching Recruitment Post Name 2022-23

এখানে শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকার দ্বারা National Institute Of Technology Rourkela-তে একাধিক Non-Teaching পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • Librarian
  • Principal Scientific Officer
  • Superintending Engineer
  • Deputy Registrar
  • Senior Scientific Officer
  • Senior Executive Engineer
  • Scientific Officer
  • Student Activity & Sports (SAS) Officer
  • Assistant Registrar
  • Medical Officer
  • Superintendent
  • Technical Assistant
  • Junior Engineer
  • SAS Assistant
  • Library & Information Assistant
  • Senior Assistant
  • Junior Assistant
  • Senior Technician
  • Technician

মোট শূন্যপদ – NIT Non-Teaching Jobs Vacancy 2022-23

এখানে সব মিলিয়ে মোট 147 টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ও পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

NIT Non-Teaching Recruitment 2022-23 Vacancy Details

শিক্ষাগত যোগ্যতা – NIT Non-Teaching Recruitment 2022-23 Educational Qualification

পদের নামশিক্ষাগত যোগ্যতা
LIBRARIAN,
DEPUTY REGISTRAR,
SCIENTIFIC OFFICER,
STUDENTS ACTIVITY & SPORTS (SAS) OFFICER,
ASSISTANT REGISTRAR,
মাস্টার ডিগ্রি
PRINCIPAL SCIENTIFIC OFFICER,
SENIOR SCIENTIFIC OFFICER,
SENIOR EXECUTIVE ENGINEER,
TECHNICAL ASSISTANT
B.E. / B. Tech or M.Sc./ MCA
SUPERINTENDING ENGINEER,
JUNIOR ENGINEER
B.E. / B. Tech
MEDICAL OFFICERMBBS ডিগ্রি
SUPERINTENDENT,
SAS ASSISTANT,
LIBRARY AND INFORMATION ASSISTANT
ব্যাচেলর ডিগ্রি
SENIOR ASSISTANT
উচ্চ মাধ্যমিক
JUNIOR ASSISTANT,
TECHNICIAN
মাধ্যমিক/ডিপ্লোমা

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বয়সসীমা – NIT Non-Teaching Jobs Vacancy 2022-23 Age Limit

NIT Non-Teaching Recruitment 2022-23 তে আবেদন করার জন্য প্রতিটি পদের ভিন্ন বয়সসীমা রয়েছে। এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে 27 বছর, 30 বছর, 33 বছর, 35 বছর, 50 বছর এবং 56 বছর। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস দেখুন।

বেতন – NIT Non-Teaching Post Salary 2023

পদের নামবেতন (₹)
LibrarianRs. 1,44,200 – 2,18,200/-
Principal Scientific OfficerRs. 1,44,200 – 2,18,200/-
Superintending EngineerRs. 1,23,100 – 2,15,900/-
Deputy RegistrarRs. 78,800 – 2,09,200/-
Senior Scientific OfficerRs. 78,800 – 2,09,200/-
Senior Executive EngineerRs. 78,800 – 2,09,200/-
Scientific OfficerRs. 56,700 – 1,77,500/-
Student Activity & Sports (SAS) OfficerRs. 56,700 – 1,77,500/-
Assistant RegistrarRs. 56,700 – 1,77,500/-
Medical OfficerRs. 56,700 – 1,77,500/-
SuperintendentRs. 35,400 – 1,12,400/-
Technical AssistantRs. 35,400 – 1,12,400/-
Junior EngineerRs. 35,400 – 1,12,400/-
SAS AssistantRs. 35,400 – 1,12,400/-
Library & Information AssistantRs. 35,400 – 1,12,400/-
Senior AssistantRs. 25,500 – 81,100/-
Junior AssistantRs. 21,700 – 69,100/-
Senior TechnicianRs. 25,500 – 81,100/-
TechnicianRs. 21,700 – 69,100/-

আবেদন পদ্ধতি – NIT Non-Teaching Recruitment 2022-23 Apply Online

আগ্রহী ও যোগ্য পার্থী NIT Non-Teaching Recruitment 2022-23 সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। National Institute Of Technology Rourkela Recruitment 2022-23 এর অফিসিয়াল ওয়েবসাইট-তে গিয়ে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে www.nitrkl.ac.in ওয়েবসাইট-তে যান।
  • এরপর FacultyStaff » Career » Non-Teaching তে যান।
  • অথবা, সরাসরি আবেদন করতে নিচের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • তারপর Apply Online তে ক্লিক করুন।
  • অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন ফী প্রদান করুন (যদি প্রয়োজন)।
  • আবেদনটি সাবমিট করার আগে ভালো করে যাচাই করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

আবেদন মূল্য – NIT Non-Teaching Jobs Vacancy 2022-23 Application Fee

এখানে আবেদন করার জন্য Rs.1,000/- টাকা, EWS, SC, ST এবং PWD পর্থীদের Rs.500/- টাকা আবেদন মূল্য প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

আবেদনের শেষ তারিখ – NIT Non-Teaching Recruitment 2022-23 Last Date

এখানে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী 16 জানুয়ারি 2023 বিকেল 5 টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে।

নির্বাচন প্রক্রিয়া – NIT Non-Teaching Recruitment 2022-23 Selection Process

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের স্কিল টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা এর মাধ্যমে পার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা যথাক্রমে রাউরকেলা, ভুবনেশ্বর, দেল্লী, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা শহরে হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ুন।

গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত13.12.2022
আবেদন শুরু14.12.2022
আবেদন শেষ16.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Online
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

NIT Rourkela Non-Teaching Recruitment 2022-23 – F.A.Q.

NIT Rourkela তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

NIT Rourkela তে নানান Non Teaching পদে নিয়োগ করা হচ্ছে।

NIT Rourkela Non-Teaching Recruitment 2022-23 তে আবেদন করার শেষ তারিখ কত?

NIT Rourkela Non-Teaching Recruitment 2022-23 তে আবেদন করার শেষ তারিখ হলো 16 জানুয়ারি 2023।

NIT Non-Teaching Recruitment 2022-23 Notification ডাউনলোড করবো কিভাবে?

NIT Non-Teaching Recruitment 2022-23 Notification এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

NIT Recruitment 2022 তে Non Teaching পদে আবেদন করবো কিভাবে?

NIT Rourkela এর অফিসিয়াল ওয়েবসাইট nitrkl.ac.in থেকে অনলাইনের মাধ্যমে Non Teaching পদে আবেদন করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment