NLC-তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ৩ আগষ্ট পর্যন্ত

NLC Executive Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ২৯৪ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০/- থেকে ২,৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০৩ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাNeyveli Lignite Corporation Limited (NLC)
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ২৯৪ টি
বেতন (₹)৫০,০০০/- থেকে ২,৬০,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটnlcindia.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

NLC-তে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন গ্রেড Executive নিয়োগ করানো হবে। প্রতিটি পদের নাম নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

NCL-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২৯৪ টি শূন্যপদ রয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Executive Engineer (Mechanical)৩১ টি
Deputy General Manager (Mechanical)০৪ টি
Executive Engineer (Mechanical)৬৩ টি
Deputy General Manager (Mechanical)০১ টি
Executive Engineer (Electrical)৩৩ টি
Executive Engineer (Electrical)২৪ টি
General Manager (Electrical)০১ টি
Deputy General Manager (Electrical)০২ টি
Deputy General Manager (Civil)০৩ টি
Executive Engineer (Civil)২০ টি
Deputy General Manager (Civil)০৩ টি
Executive Engineer (Civil)০৬ টি
Deputy General Manager (Civil)০১ টি
Executive Engineer (Control & Instrumentation)১৩ টি
Executive Engineer (Chemical)০৯ টি
Executive Engineer (Environmental Engineering)০৪ টি
Executive Engineer (Environmental Engineering)০২ টি
Assistant Executive Manager (Scientific)০৩ টি
Assistant Executive Manager (Scientific)০২ টি
Assistant Executive Manager (Scientific)০১ টি
Manager (Geology)১০ টি
Deputy General Manager (Geology)০২ টি
Executive Engineer (Mining)১৮ টি
Deputy General Manager (Mining)০৪ টি
General Manager (Commercial)০২ টি
Deputy General Manager (Commercial)০১ টি
Additional Chief Manager (Finance)০৮ টি
Deputy General Manager (Finance)০৬ টি
Deputy General Manager (Secretarial)০১ টি
Deputy Manager(HR)০৬ টি
Manager(HR)০৬ টি
Deputy General Manager (HR)০৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে CA/ICWA ডিপ্লোমা এবং BE/B.Tech, M.SC, MBA, ME/M.Tech স্নাতকোত্তর। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সবোর্চ্চ ৫৫ বছর বয়সে মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১ জুন ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০/- টাকা থেকে ২,৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে অথবা নিচে দেওয়া আবেদন লিঙ্ক-এ ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে। রেফারেন্স জন্য আবেদন নম্বর টি প্রিন্ট করে নিজেদের কাছে ভালো করে রেখে দিবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫৪/- টাকা এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩৫৪/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

NLC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ০৫ জুলাই ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৩ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে মেডিকেল টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০.০৬.২০২৩
আবেদন শুরু০৫.০৭.২০২৩
আবেদন শেষ০৩.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: nlcindia.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment