NLC-তে ৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ১৪ থেকে ২২ হাজার টাকা

NLC Industrial Trainee Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডে পক্ষ থেকে Industrial Tranee (Specialized Mining Equipment Operations) এবং Industrial Trainee (Mines and Mines Support Services) পদে নিয়োগ করানো হবে। এখানে সব মিলিয়ে মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০৮ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাNeyveli Lignite Corporation Limited (NLC)
পদের নামIndustrial Tranee এবং Industrial Tranee
মোট শূন্যপদ৫০০ টি
বেতন (₹)১৪,০০০/- থেকে ২২,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটnlcindia.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডে নিয়োগ ২০২৩ (NCL Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডে পক্ষ থেকে যে সব পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো –

  • Industrial Trainee (Supecialized Mining Equipment Operations)
  • Industrial Trainee (Mines and Mines Support Services)

মোট শূন্যপদ (Total Vacancy)

NLC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Industrial Tranee (Specialized Mining Equipment Operations)২৩৮ টি
Industrial Tranee (Mines and Mines Support Services)২৬২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Industrial Trainee (Supecialized Mining Equipment Operations) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয় নিয়ে ৫০ শতাংশ নাম্বার নিয়ে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং Industrial Trainee (Mines and Mines Support Services) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ৫০ শতাংশ নাম্বার নিয়ে ITI কোর্স কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করা জন্য OBC প্রার্থীদের বয়স অবশ্যই ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। UR/EWS প্রার্থীদের বয়স অবশ্যই ৩৭ বছর বয়সে মধ্যে হতে হবে এবং SC/ ST প্রার্থীদের বয়স অবশ্যই ৪২ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে যে পরিমাণ বেতন দেওয়া হবে, সেগুলির সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Industrial Tranee (Specialized Mining Equipment Operations)১৮,০০০/- থেকে ২২,০০০/-
Industrial Tranee (Mines and Mines Support Services)১৪,০০০/- থেকে ১৮,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

NLC Industrial Trainee Recruitment 2023

আগ্ৰহী ও যোগ্য প্রার্থী এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে nlcindia.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে চাকরিটি সার্চ করে Apply -তে ক্লিক করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে ভালো ভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

NLC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ০৮ জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯.০৬.২০২৩
আবেদন শুরু০৯.০৬.২০২৩
আবেদন শেষ০৮.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: nlcindia.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment