North 24 Parganas Dist Coordinator Recruitment 2023: পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্পে আন্ডারে ডিসট্রিক্ট কোঅর্ডিনেটর – আইটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ,বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
---|---|
পদের নাম | ডিসট্রিক্ট কোঅর্ডিনেটর – আইটি |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন | Rs. ২৮,৬৬২/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অফলাইনে |
স্থান | উওর ২৪ পরগনা |
ওয়েবসাইট | north24Parganas.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
উওর ২৪ পরগনা জেলায় কোঅর্ডিনেটর নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য সাথী প্রকল্পে আন্ডারে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো ডিসট্রিক্ট কোঅর্ডিনেটর – আইটি।
মোট শূন্যপদ (Total Vacancy)
North 24 Parganas Swasthyasathi Cell Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
North 24 Parganas Swasthyasathi Cell Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্ৰাজুয়েট সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য সাথী প্রকল্পে আন্ডারে ডিসট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছরে কম হতে হবে। এবং প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ২০.০১.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন (Salary)
North 24 Parganas Swasthyasathi Cell Recruitment এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে ২৮,৬৬২/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করতে হবে। এরপরে প্রার্থীরা একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Health Section (1St Floor), Office of the District Magistrate & Collector, North 24 Parganas, Barasat.
আবেদনে শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০.০১.২০২৩ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ০৩.০২.২০২৩ তারিখ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০.০১.২০২৩ |
আবেদন শুরু | ২০.০১.২০২৩ |
আবেদনে শেষ তারিখ | ০৩.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
আরো পড়ুন ~
- Jio Work From Home: বাড়িতে বসে মাসে ৩৫ হাজার টাকা আয় করুন! জিও কোম্পানিতে নিয়োগ ২০২৩।
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন করুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |