North Central Railway Apprentice Recruitment 2022 Apply Online: রেলওয়েতে 1619 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

North Central Railway Apprentice Recruitment 2022 Apply Online: ভারতের উওর মধ্য রেল বিভাগে প্রচুর পরিমাণে অ্যাপ্রেন্টিস নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত রাজ্য থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে পুরো খবরটি মন দিয়ে পড়ুন। আরো বিস্তারত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাNorth Central Railway
পদের নামঅ্যাপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস, ITI
মোট শূন্যপদ1619
আবেদন মোডঅনলাইন
স্থানসার ভারত
ওয়েসাইটwww.rrcpryj.org

নিয়োগ তথ্য | North Central Railway Apprentice Recruitment 2022 Vacancy Details

North Central Railway Apprentice Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে অ্যাপ্রেন্টিস (Apprentic) পদে নানা ট্রেডে নিয়োগ করা হচ্ছে। সমস্ত ট্রেডের নাম নিচে দেওয়া হলো –

  • Fitter
  • Welder
  • Armecher
  • Electrician
  • Electrician Mechanic
  • Wareman
  • Pipe Fitter
  • Machinist
  • Carpenter
  • Painter

শিক্ষাগত যোগ্যতা| Education Qualification

North Central Railway Apprentice Recruitment 2022 তে আবেদন করার জন্য 50% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। এবং এর সঙ্গে ITI করা থাকতে হবে।

শূন্যপদ | Vacancy

এখানে সব ডিভিশন মিলিয়ে প্রায় 1619 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো –

ডিভিশনশূন্যপদ
প্রয়াগরাজ ডিভিশন703
ঝাসি ডিভিশন620
আগ্রা ডিভিশন296

আবেদন পদ্ধতি | North Central Railway Apprentice Recruitment 2022 Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.rrcpryj.org ওয়েবসাইটে গিয়ে উপরে উল্লেখিত সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবে নিচের তালিকায় সংক্ষিপ্ত রূপ দেওয়া হলো –

  • প্রথমে www.rrcpryj.org ওয়েবসাইটে যান (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)।
  • এর পর নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিষ্টার করে নিন।
  • আবেদন লিঙ্কে যান।
  • আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন ফি প্রদান করুন।
  • আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents

  • আইডি প্রমাণ পত্র।
  • বয়স প্রমাণ পত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টফিকেট।
  • ITI পাসে সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট ।
  • পাসপোর্ট সাইজ ফটো।

আবেদন মূল্য | Application Fee

এখানে আবেদনকারীদের আবেদন করার জন্য 100 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। ST/SC/PWD এবং মহিলা পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

তারিখ ও লিঙ্ক | North Central Railway Apprentice Recruitment 2022 Dates & Links

বিজ্ঞপ্তি প্রকাশিত28.06.2022
আবেদন শুরু02.07.2022
আবেদন শেষ01.08.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
আবেদন লিঙ্কApply Here
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrcpryj.org
আমাদের টেলিগ্রামJoin Here

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment