North Western Railway Apprentice Recruitment 2023: মাধ্যমিক পাসে রেলওয়েতে নিয়োগ – ২০২৬ টি শূন্যপদ

North Western Railway Apprentice Recruitment 2023: পশ্চিমবঙ্গে উওর-পশ্চিম রেলওয়েতে Apprentice পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 2026 টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা মাধ্যমিক ও ITI পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন চলবে 10 জানুয়ারি 2023 থেকে 10 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত। North Western Railway Apprentice Recruitment 2023 তে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাNorth Western Railway
পদের নামApprentice
মোট শূন্যপদ2026 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি (শিক্ষানবিশ)
আবেদন পদ্ধতি অনলাইনে
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.rrcjaipur.in
টেলিগ্ৰামJoin Here

মাধ্যমিক পাসে উওর-পশ্চিম জোন রেলওয়েতে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে উওর পশ্চিম রেলওয়েতে Apprentice পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রতিটি ট্রেডের নাম নিচে উল্লেখ করা হয়েছে।

  • Divisional Railway Manager’s Office Ajmer.
  • Divisional Railway Manager’s Office Bikaner.
  • Divisional Railway Manager’s Office Jaipur.
  • Divisional Railway Manager’s Office Jodhpur.
  • B.T.C. Carriage, Ajmer
  • B.T.V. Loco, Ajmer
  • Carriage Work Shop, Bikaner
  • Carriage Work Shop, Jodhpur.

মোট শূন্যপদ (Total Vacancy)

North Western Railway Apprentice Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট 2026 টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

North Western Railway Apprentice Recruitment 2023 -তে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিকে 50 শতাংশ নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে। এবং ট্রেড সংক্রান্ত ITI Course পাশ করে থাকতে হবে। তাহলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age)

পশ্চিমবঙ্গে উওর পশ্চিম রেলওয়েতে এপেন্টিস প্রশিক্ষণ পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 15 থেকে 24 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এখানে বয়সের গননা করা হবে 10 ফেব্রুয়ারি 2023 তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের 10 বছরের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (North Western Railway Apprentice Recruitment 2023 Apply Online)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে যেকোনো ট্রেডের শিক্ষানবিশ সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে www.rrcjaipur.in ওয়েবসাইট গিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি (Application Fee)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের 100/- আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে পারবেন।

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা North Western Railway-তে এপ্রেন্টিস পদে আগামী 10 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

RRC, North Western Railway Apprentice Recruitment 2023 তে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার নাম্বার ও ITI পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত30.12.2022
আবেদন শুরু10.1.2023
আবেদনে শেষ তারিখ10.2.2023

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

F.A.Q

North Western Railway Apprentices Recruitment 2023 তে কত গুলি শূন্যপদ আছে?

North Western Railway Apprentices Recruitment 2023 তে মোট 2026 টি শূন্যপদ আছে।

North Western Railway Apprentices Vacancy 2023 তে আবেদন শুরু কত তারিখ?

North Western Railway Apprentices Recruitment 2023 তে আবেদন শুরু 10 জানুয়ারি 2023।

North Western Railway Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন?

North Western Railway Apprentices Recruitment 2023 তে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “North Western Railway Apprentice Recruitment 2023: মাধ্যমিক পাসে রেলওয়েতে নিয়োগ – ২০২৬ টি শূন্যপদ”

Leave a Comment