NPCIL Apprentice Recruitment 2023: মাধ্যমিক পাসে অসংখ্য শূন্যপদ, কেন্দ্র সরকার দ্বারা পরমাণু শক্তি বিভাগে নিয়োগ

NPCIL Apprentice Recruitment 2023: ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা পরমাণু শক্তি বিভাগের অর্থাৎ Nuclear Power Corporation of India Limited (NPCIL) এর দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ পদে (Apprentice) নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ এবং ITI করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। NPCIL Apprentice Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাNuclear Power Corporation of India Limited (NPCIL)
পদের নামApprentice
মোট শূন্যপদ২৯৫ টি
বেতন (₹)৭,৭০০ – ৮,৮৫৫/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটnpcilcareers.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

NPCIL-তে শিক্ষানবিশ নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে Nuclear Power Corporation of India Limited (NPCIL) তে বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

NPCIL Apprentice Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ২৯৫ টি শূন্যপদ রয়েছে। ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

ট্রেডের নামশূন্যপদের সংখ্যা
Fitter২৫ টি
Turner০৯ টি
Electrician৩৩ টি
Welder৩৮ টি
Electronics Mechanic১৬ টি
Instrument Mechanic০৬ টি
Refrigeration and AC Mechanic২০ টি
Carpente১৯ টি
Plumber২০ টি
Wireman১৬ টি
Diesel Mechanic০৭ টি
Mechanical Motor Vehicle০৭ টি
Machinist১৩ টি
Painter১৮ টি
Draughtsman (Mechanical)০২ টি
Draughtsman (Civil)০২ টি
Information
and Communication Technology system Maint
১৮ টি
Computer Operator
and programming Assistant
১৮ টি
Stenographer (English)০২ টি
Stenographer (Hindi)০২ টি
Secretarial Assistant০৪ টি
মোট শূন্যপদ ২৯৫ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস (10th Pass) এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

২৫.০১.২০২৩ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। SC/ST শ্রেণীর পার্থিদের ক্ষেত্রে ৫ বছর, OBC শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে ৩ বছর এবং PwBD পর্থীদের ১০ বছর বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Stipend)

এখনে প্রতিমাসে ৭,৭০০ টাকা থেকে শুরু করে ৮,৮৫৫ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (NPCIL Apprentice Recruitment 2023 Apply Online)

আগ্রহী প্রার্থী এখানে NPCIL অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন।

NPCIL Apprentice Recruitment 2023
  • প্রথমে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • অনলাইন আবেদনপত্র টি সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন সম্পন্ন হলে সেটি সংরক্ষণ/প্রিন্ট করে রাখুন।

আবেদন করার আগে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • জন্ম প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • আধার কার্ড এর কপি।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • সম্পর্কিত সংস্থা দ্বারা আচরণের সার্টিফিকেটে।

আবেদনের শেষ তারিখ (NPCIL Apprentice Recruitment 2023 Last Date)

আগামী ২৫ জানুয়ারি ২০২৩ বিকেল ৪ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

NPCIL Apprentice Recruitment 2023-তে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০১.২০২৩
আবেদন শুরু১১.০১.২০২৩
আবেদন শেষ২৫.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Dates)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.npcilcareers.co.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

NPCIL Apprentice Recruitment 2023 – FAQ

NPCIL Apprentice Recruitment 2023-তে মোট কতগুলি শূন্যপদ আছে?

NPCIL Apprentice Recruitment 2023-তে মোট ২৯৫টি শূন্যপদ আছে।

NPCIL Apprentice Vacancy 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়সসীমা কতো?

NPCIL Apprentice Vacancy 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়সসীমা হলো ১৪ থাকে ২৪ বছর।

NPCIL Apprentice Vacancy 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?

NPCIL Apprentice Vacancy 2023 Notification এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment