NPCIL Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে নার্স,স্টাইপেন্ডারি ট্রেনি সহ আরো বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 89 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্ৰহী প্রার্থীরা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 6 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | NPCIL |
---|---|
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট, নার্স ও অন্যান্য |
মোট শূন্যপদ | 89 টি |
বেতন | Rs. 10,500 – 88,900/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইনে |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | npcilcareers.co.in |
টেলিগ্রাম | Join Here |
ভারতের নিউক্লিয়ার কর্পোরেশন-তে নিয়োগ ২০২২-২৩ | NPCIL Recruitment 2022-23
পদের নাম – NPCIL Recruitment 2022-23 Post Name
এখানে NPCIL Recruitment 2022 তে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।
- Nurse
- Stipendiary Trainee/Scientific Assistant Cat – l (Mechanical/Electrical/Electronics
- Pharmacist – B
- Operation Theater Assistant
- Stipendiary Trainee/Scientific Assistant Cat – ll (Fitter/Electrician/Instrumentation
মোট শূন্যপদ – Total Vacancy
NPCIL Recruitment 2022 তে সবমিলিয়ে মোট 89 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
NPCIL Recruitment 2022 তে আবেদন করা জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং পদে আবেদন করা জন্য নার্সিং ডিপ্লোমা করে থাকতে হবে। প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়সসীমা – Age Limit
NPCIL Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Operation Theater Assistant ও Pharmacist, Stipendiary Trainee/Scientific Assistant Cat – l (Mechanical/Electrical/Electronics পদে আবেদন করা জন্য 18 থেকে 25 বছর ও Nurse পদে আবেদন করা জন্য 18 থেকে 30 বছর ও Stipendiary Trainee/Scientific Assistant Cat- ll (Fitter/Electrician/Instrumentation পদে আবেদন করা জন্য 18 থেকে 28 বছর বয়স হওয়া প্রয়োজন।
বেতন – NPCIL Recruitment 2022-23 Salary
এখানে প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করে রয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Nurse | 88,900/- |
Stipendiary Trainee/Scientific Assistant Cat – l (Mechanical/Electrical/Electronics) | 16,000/- থেকে 18,000/- |
Pharmacist | 29,200/- |
Operation Theater Assistant | 21,700/- |
Stipendiary Trainee/ Scientific Assistant Cat – ll (Fitter/Electrician/Instrumentation | 10,500/- থেকে 12,500/- |
আবেদন পদ্ধতি – NPCIL Recruitment 2022-23 Apply Process
আগ্ৰহী প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করা সময় আগ্ৰহী প্রার্থীদের মোবাইল নাম্বার ইমেইল আইডি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ – NPCIL Recruitment 2022-23 Last Date
ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে 13.12.2022 তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী 06.01.2023 তারিখ পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া – NPCIL Recruitment 2022-23 Selection Process
NPCIL Recruitment 2022 তে আগ্ৰহী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 13.12.2022 |
আবেদন শুরু | 13.12.2022 |
আবেদনের শেষ তারিখ | 06.01.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস – Download PDF
- আবেদন লিঙ্ক – Apply Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
সরকারি চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |