NTRO Motor Transport Assistant Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৮ টি শূন্যপদে Motor Transport Assistant পদে নিয়োগ করানো হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | National Technical Research Organisation (NTRO) |
---|---|
পদের নাম | Motor Transport Assistant |
মোট শূন্যপদ | ১৮ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ntro.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
NTRO-তে মোটর ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২৩
পদের নাম
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Motor Transport Assistant
মোট শূন্যপদ
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ১৮ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
বয়সসীমা
এখানে Motor Transport Assistant পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের NTRO এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে Motor Transport Assistant পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Deputy Director (R) National Technical Research Organisation Block-III, Old JNU campus, New Delhi – 110067
আবেদনের শেষ তারিখ
NTRO এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৩১ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ০৮.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: ntro.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here