NWDA JE And Clerk Recruitment 2023: ভারতের জাতীয় পানি উন্নয়ন সংস্থা (National Water Development Agency) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস থেকে সমস্ত ভারতীয় নাগরিক এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। NWDA Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | National Water Development Agency (NWDA) |
---|---|
পদের নাম | ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য |
মোট শূন্যপদ | ৪০ টি শূন্যপদ |
বেতন (₹) | ১৯,৯০০ – ১,১২,৪০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | nwda.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
জাতীয় পানি উন্নয়ন সংস্থায় নিয়োগ ২০২৩ (NWDA Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে ভারতের জাতীয় পানি উন্নয়ন সংস্থা (National Water Development Agency)-তে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Junior Engineer (Civil)
- Junior Accounts Officer
- Draftsman Grade-III
- Upper Division Clerk
- Stenographer Grade-II
- Lower Division Clerk
মোট শূন্যপদ (NWDA Junior Engineer And Clerk Vacancy 2023)
NWDA Junior Engineer And Clerk Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৪০টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হলো।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Junior Engineer (Civil) | ১৩ টি |
Junior Accounts Officer | ০১ টি |
Draftsman Grade-III | ০৬ টি |
Upper Division Clerk | ০৭ টি |
Stenographer Grade – II | ০৯ টি |
Lower Division Clerk | ০৪ টি |
মোট শূন্যপদ | ৪০ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
ভারতের জাতীয় পানি উন্নয়ন সংস্থায় প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক পাস থেকে কিছু পদে আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পদে আবেদন করার জন্য আরো উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
পদের নাম | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা |
---|---|
Lower Division Clerk ও Stenographer Grade – II | উচ্চ মাধ্যমিক পাস |
Upper Division Clerk | ডিগ্রি |
Junior Engineer (Civil) | সিভিল ইঞ্জিনিয়ারিংতে ডিপ্লোমা |
Junior Accounts Officer | কমার্স-তে ডিগ্রি |
Draftsman Grade-III | ITI এবং Draftsman ship (Civil)-তে ডিপ্লোমা |
বয়সসীমা (Age Limit)
NWDA Recruitment 2023-তে Junior Accounts Officer পদে আবেদন করার বয়সসীমা হলো ২১ থেকে ৩০ বছর এবং সকল পদে আবেদন করার জন্য বয়সসীমা রয়েছে ১৮ থেকে ২৭ বছর। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
NWDA Recruitment 2023-তে প্রতিটি পদে আলাদা পরিমাণে বেতন দেওয়া হবে। এখানে যথাক্রমে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন পদ্ধতি (NWDA Junior Engineer And Clerk Recruitment 2023 Apply Online)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে www.nwda.gov.in ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার আগে পার্থীকে অবশ্যই নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে। আবেদন কারীর ছবি যেন ৩ মাস এর বেশি পুরনো না হয়। এরপর একটি বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিষ্টেশন করতে হবে এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য পরবর্তীতে প্রয়োজনের ক্ষেত্রে সংরক্ষিত/প্রিন্ট করে রাখতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ৮৯০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD পর্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। পর্থীদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
NWDA Junior Engineer And Clerk Recruitment 2023-তে আবেদন করার শেষ তারিখ হলো ১৭এই এপ্রিল ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
NWDA Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং লিখিত পরীক্ষার তারিখ আবেদন করার সময় দেওয়া ইমেইল আইডিতে জানানো হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
আবেদন শুরু | ১৮.০৩.২০২৩ |
আবেদন শেষ | ১৭.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
I want apply job