Old Age Pension West Bengal – List 2022, apply process, pdf form, faq
পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। যেমন বার্ধক্য ভাতা লিস্ট চেক করবেন কিভাবে ও বার্ধক্য ভাতা আবেদন করার সঠিক পদ্ধতি এবং ফ্রম এর pdf ফাইল প্রদান করা হয়েছে। এছাড়া কোন কোন কারণে বার্ধক্য ভাতা আবেদন রিজেক্ট হয় সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। আশাকরি এই পোস্টটি পড়ার পরে আপনার বার্ধক্য ভাতা সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি আরো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্ট পড়ি এবং যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করি।
প্রকল্পের নাম | বার্ধক্য ভাতা/বৃদ্ধ ভাতা |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
সুবিধা | প্রতিমাসে ১০০০ টাকা |
আবেদন | অফলাইন |
বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ ২০২২ লিস্ট | Old Age Pension West Bengal List 2022
পশ্চিমবঙ্গের ২০২২ সালের বার্ধক্য ভাতা লিস্ট টি দেখার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার এর ব্রাউজারে egramswaraj.gov.in সাইট টি খুলুন। এর পর সাইট এর একটু নিচে স্ক্রল করলে রিপোর্ট এর একটি বিভাগ পবেন সেখানে দেখবেন Beneficiary Report নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এর পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি প্রথমে Panchayat Wish সিলেক্ট করুন, এবং তার নিচে Scheme Name এর জায়গায় Indira Gandhi National Old Age Pension টি সিলেক্ট করুন। নতুন লিস্ট টি দেখতে Plan Year এর জায়গায় 2022-23 সিলেক্ট করুন। এর পর পানার রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিচের ক্যাপচার টি ফিল করে Get Report এ ক্লিক করলে আপনার সামনে বার্ধক্য ভাতা নতুন লিস্ট টি দেখতে পাবেন।
আপনাদের সুবিধার্থের জন্য নিচে কিছু সহজ স্টেপ এর মাধ্যমে বার্ধক্য ভাতা লিস্ট দেখার পদ্ধতি দেওয়া ররেছে।
বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ ২০২২ লিস্ট দেখার পদ্ধতি –
- egramswaraj.gov.in সাইট টি খুলুন
- Beneficiary Report এ ক্লিক করুন
- Panchayat Wish সিলেক্ট করুন
- Scheme Name এর জায়গায় Indira Gandhi National Old Age সিলেক্ট করুন Pension
- Plan Year এর জায়গায় 2022-23 সিলেক্ট করুন
- আপনার রাজ্য সিলেক্ট করুন
- জেলা সিলেক্ট করুন
- ব্লক এর নাম সিলেক্ট করুন
- গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন
- ক্যাপচার টি পূরণ করুন
- Get Report এ ক্লিক করুন
বার্ধক্য ভাতা লিস্ট দেখুন – Click Here
বার্ধক্য ভাতা আবেদন করার সঠিক পদ্ধতি | Old Age Pension Apply Process In West Bengal
বার্ধক্য ভাতা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং আবেদন ফ্রম কিভাবে ডাউনলোড করবেন তা নিচে বিস্তারিত দেওয়া রয়েছে।
বার্ধক্য ভাতা কি ?
যেসব ব্যাক্তির বয়স ৬০ বছর এর উর্দ্ধে, এখন কোনোরকম কাজ বা উপার্জন করার অবস্থায় নেই। সেই সকল অসহায় ব্যাক্তিদের জন্য সরকার থেকে এই প্রকল্পটি শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে সেই সকল ব্যাক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিমাসে ১০০০ টাকা ভাতা দেওয়া হয়।
বার্ধক্য ভাতা আবেদন করার যোগ্যতা
বার্ধক্য ভাতা আবেদন করার জন্য আপনার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন এবং আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্ধা হাওয়া প্রয়োজন। অন্য কোনো রকম সরকারি ভাতা পেলে আপনি আবেদন করতে পাবেন না। পুরুষ, মহিলা উভয়েই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট –
- আধার কার্ড
- ভোটার কার্ড (যদি থাকে)
- ডিজিটাল রেশন কার্ড
- পেন কার্ড (যদি থাকে)
- পাসপোর্ট সাইজ ফটো (২ কপি)
- ব্যাংক অ্যাকাউন্ট
বার্ধক্য ভাতা PDF ফ্রম ও আবেদন করার পদ্ধতি
উপরে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট এর ১ কপি করে জেরক্স এবং বার্ধক্য ভাতা আবেদন করার ফ্রম টি সঠিক ভাবে পূরণ আপনার BDO অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে। এছাড়া আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও জমা করতে পারেন।
বার্ধক্য ভাতা আবেদন করার ফ্রম টি আপনার BDO অফিসে বা দুয়ারে দরকার ক্যাম্পে পেয়ে যাবেন। এছাড়া ফ্রমটির PDF ফাইল ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট বেরকরতে পারেন।
*বার্ধক্য ভাতা আবেদন ফ্রম PDF – Download Here
বার্ধক্য ভাতা আবেদন রিজেক্ট হবার কারণ –
সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনার আবেদনটি মঞ্জুর করা না হয় তাহলে আপনি আপনার BDO অফিসে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
বার্ধক্য ভাতা – FAQ
প্র: বার্ধক্য ভাতা কি?
ঊ: যে সকল ব্যাক্তিদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তাহের সরকার থেকে প্রতি মাসে যে ভাতা দেওয়া হয় থেকে বার্ধক্য ভাতা বলে।
প্র: বার্ধক্য ভাতা তে কতো টাকা দেওয়া হয়?
ঊ: বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে ১০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়।
প্র: বার্ধক্য ভাতা লিস্ট কিভাবে দেখবো?
ঊ: egramswaraj.gov.in ওয়েবসাইট থেকে আপনারা বার্ধক্য ভাতা লিস্ট দেখতে পারেন।
প্র: বার্ধক্য ভাতা ফর্ম কোথায় পাওয়া যায়?
ঊ: BDO অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বার্ধক্য ভাতা ফর্ম পাওয়া যায়। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন।
এই পোস্টটির মধ্যে বার্ধক্য ভাতা সম্পর্কিত কিছু তথ্য প্রদান করা হয়েছে। যেমন বার্ধক্য ভাতা লিস্ট চেক করার পদ্ধতি, বার্ধক্য ভাতা আবেদন করার পদ্ধতি, বার্ধক্য ভাতা রিজেক্ট হওয়ার কারণ এবং সর্ব শেষে বার্ধক্য ভাতা সম্পর্কে কিছু FAQ প্রশ্ন এর উত্তর সহজ ভাাষায় পরিবেশন করা হয়েছে।
আরো পড়ুন –