মাসে ১ লাখ টাকা বেতনে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে কর্মী নিয়োগ চলছে

ONGC Medical Officer GDMO Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে মোট ১ টি শূন্যপদে Medical Officer – General Duty (GDMO) পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,০০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাOil and Natural Gas Corporation Limited (ONGC)
পদের নামMedical Officer- General Duty (GDMO)
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১,০০,০০০/-
আবেদন মোডইন্টারভিউ
স্থানসারা ভারত
ওয়েবসাইটongcindia.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Medical Officer- General Duty (GDMO)

মোট শূন্যপদ (Total Vacancy)

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা জন্য আবেদনকারী যোগ্যতা ব্যাচেলার অফ মেডিসিন এবং প্রার্থীদের ব্যাচেলর সার্জারি (MBBS) কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখুন।

বেতন (Salary)

এখানে Medical Officer-General Duty (GDMO) পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,০০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের এখানে আলাদা ভাবে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই। ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স কপি যুক্ত করে নিদির্ষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের কোন রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই।

ইন্টারভিউ তারিখ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ২১ জুলাই ২০২৩ তারিখ

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে যোগ্য এবং আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪.০৭.২০২৩
ইন্টারভিউ তারিখ২১.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: ongcindia.com
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment