পশ্চিমবঙ্গে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ONGC তরফে 3614 শূন্য পদ রয়েছে। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন এবং সকলেই এখানে চাকরি করতে পারবেন। এখানে চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় তথা পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই সুখবরটি বিস্তারিত ভাবে জেনে নেবেন এবং নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারেন।
প্রতিষ্ঠান | ONGC |
পদের নাম | ONGC গ্রুপ সি |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাস,গ্ৰজুয়েশন পাস এমনকি ITI পাস করে থাকেন তাহলে আবেদন করা সুযোগ পাবেন |
আবেদন শেষ | 13.05.2022 তারিখে মধ্যে আবেদন করতে হবে এবং রেজাল্ট প্রকাশিত হবে 23.05.2022 তারিখে |
মোট শূন্য পদ | 3614 |
স্থান | পশ্চিমবঙ্গ |
ONGS তরফে গ্ৰুপ সি পদে নিয়োগ 2022
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের ONGS তরফে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পদ রয়েছে। এখানে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাস,গ্ৰজুয়েশন পাস এমনকি ITI পাশে ও আবেদন করা সুযোগ পাবেন।
বয়সসীমা ~ এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তাদের বয়স হতে হবে 18 বছরের বেশি। সংরক্ষিত শ্রেনী চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মোট শূন্য পদ ~ এখানে মোট শূন্যপদ রয়েছে 3614 টি এবং নিচে কোন সেক্টর কত গুলি পদ রয়েছে সেগুলি আলোচনা করা রয়েছে-
- পশ্চিম সেক্টর রয়েছে মোট 1434 টি পদ
- উওর সেক্টর রয়েছে মোট 209 টি পদ
- দক্ষিণ সেক্টর রয়েছে মোট 694 টি পদ
- কেন্দ্রীয় সেক্টর রয়েছে মোট 228 টি পদ
- ইস্টার্ন সেক্টর রয়েছে মোট 744 টি পদ
আবেদন পদ্ধতি (ONGS – Apply Process)
যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে সুবিধা রয়েছে। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও ONGC অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচের সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনার আবেদন করতে পারবেন। নিচে আবেদন পদ্ধতি Step-by-step আলোচনা করা রয়েছে।
- Setep 1: এখানে চাকরি প্রার্থীদেরকে দূটো পদ্ধতিতে আবেদন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার পরে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। ইমেইল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বারর ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
- Step 2 : চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- Step 3 : এরপর চাকরি প্রার্থীকে ফরম ফিলাপ করতে।
- Step 4 : এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো কপি স্ক্যান করে আপলোড করতে হবে এবং চাকরি প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস দিতে হবে।
- Step 5 : এরপর এখানে ফাইনাল সাবমিট করতে হবে এবং চাকরি প্রার্থীদের ফাইনাল সাবমিট হয়ে যাওয়া পর আর কোন তথ্য চেঞ্জ করতে পারবেন।
আবেদন শুরুত্বপূর্ন তারিখ ~ এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই 13/05/2022 তারিখ মধ্যে আবেদন করতে হবে। এখানে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে 23/05/2022 তারিখে।
নিয়োগ পদ্ধতি (ONGS – Selection Process)
এখানে সমস্ত চাকরিপ্রার্থীদের ম্যারিড উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এখানে যদি দুটো ব্যক্তির নাম্বার এক হয়ে থাকেন তাহলে যার বয়স বেশি তাকে আগে অগ্ৰাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তি প্রকাশিত | 27.04.2022 |
আবেদন শুরু | 27.04.2022 |
আবেদন শেষ | 15.05.2022 |
আরো পড়ুন ~