Pan Card Update : আপনার কি প্যান কার্ড আছে? আপনি কি এখনো প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক করেন নি? বিপদে পরতে পারেন আপনিও। মোটা অংকের জরিমানা দিতে হবে যদি মার্চ মাসের মধ্যে প্যান কার্ডের সাথে আঁধার কার্ড যুক্ত না করেন তাহলে। কিভাবে প্যান কার্ড এর সাথে আঁধার কার্ড যুক্ত করবেন সেই বিষয়ে আজকের এই আর্টিকেলে ভালোভাবে বলে দেওয়া হয়েছে।
মার্চের মধ্যেই প্যান কার্ডের সাথে আঁধার কার্ড যুক্ত না করলে জরিমানা

Pan Card Update : প্যান কার্ডের সাথে আঁধার কার্ড সংযুক্তিকরণ অনেক আগেই কেন্দ্রের তরফে বাধ্যতামূলুক করা হয়েছে। গত শনিবার ‘ অ্যাডভাইসরি ‘ জারি করে আয়কর দপ্তর জানাল, আগামী মার্চ মাসের মধ্যে আপনার প্যান কার্ড আঁধারের সাথে যুক্ত না করলে এপ্রিল মাস থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বলে গণ্য হবে। এর কারণে আপনার অন্যান্য লেনদেনও সমস্যা হবে। তবে যাঁরা এখন সংযুক্তিকরণ করবেন, তাঁদের ১০০০ টাকা জরিমানা দিতেই হবে। আয়কর দপ্তর বলেছে,” যা করা বাধ্যতামূলুক,সেটা প্রয়োজনীয়ও। তাই দেরি না করে আজকেই আপনার প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক করুন। যাঁরা হয়তো ভাবছেন আপনার আগে থেকেই আঁধার যুক্ত করা আছে তাহলে আপনি সেটাও ওয়েবসাইট এ দেখতে পাবেন।
প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক না করলে কি কি সমস্যা হবে?
- রিটার্ন জমা দিতে না পারা ছাড়াও জমা রিটার্ন প্রক্রিয়াকরণ হবে না।
- বকেয়া রিফান্ড মিলবে না।
- বাড়তি হারে কর দিতে হবে।
- ব্যাংক সহ বিভিন্ন লেনদেনেও সমস্যা হতে পারে।
কিভাবে প্যান কার্ডের সাথে আঁধার কার্ড যুক্ত করবেন Step by Step
- প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন। www.incometax.gov.in/iec/foportal অথবা www.incometaxindia.efiling
- আঁধার প্যান স্টেটাস এ ক্লিক করে জানা যাবে আপনার আগে থেকে প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক আছে কিনা।
- না থাকলে লিঙ্ক উইথ আঁধারে ( Link With Aadhar ) – এ ক্লিক করুন।
- নির্দিষ্ট জায়গায় আঁধার কার্ড নম্বর এবং প্যান কার্ড নম্বর লিখে সাবমিট করুন।
- তারপরে পেমেন্ট পেজ খুলবে।
- তারপর আপনার সামনে অনেক গুলো ব্যাংকের নাম আসবে যেই ব্যাংক থেকে টাকাটা কাটাতে চান সেটাতে ক্লিক করুন।
- তারপর ২৮০ নম্বর চালান দেখতে পাবেন। সেখানে আঁধার পেমেন্ট ( Aadhar Payment ) সিলেক্ট করবেন।
- চালানে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ লিখতে হবে।
- আঁধার পেমেন্ট এর জায়গায় ১০০০ টাকা লিখে সাবমিট করতে হবে।
- আপনি যেই টাকা টা কাটালেন তার প্রমানস্বরূপ একটি রিসিপ পাবেন।
- এক সপ্তাহ পর আপনি আবার একই জায়গায় এসে চেক করতে পারবেন আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড যুক্ত হয়েছে কিনা।
- কোনো রকম অসুবিধা হলে হেল্পলাইন নম্বর এ কল করে জানাতে পারেন।
- অবশ্যই মনে রাখতে হবে প্যান কার্ড এবং আঁধার কার্ডের সমস্ত তথ্য যেমন ( নিজের নাম, বাবার নাম, ঠিকানা ) যেন একই রকম থাকে। তা না হলে আপনি আঁধার কার্ড সঞ্জুক্তিকরণ হবে না।
সরকারি গুরুত্বপূর্ণ আপডেট খবর জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো রাখুন। প্যান কার্ড, ভোটার, কার্ড, আঁধার কার্ড, রেশন কার্ড ছাড়াও যেকোনো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেওয়া হবে।