জেলার DM অফিসে Group-D পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022।সরাসরি চাকরি সুযোগ

Paachim Medinipur DM Office Recruitment 2022: পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার DM অফিসে ভূমি দপ্তরে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার যোগ্যতা ও আবেদন করার পদ্ধতি জানার জন্য পুরো খবরটি পড়ুন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে দেখতে পারেন। লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাGovt Of West Bengal
পদের নামSurveyor, Clerk
শিক্ষাগত যোগ্যতা
মোট শূন্যপদ9 টি
ইন্টারভিউ তারিখ12.07.2022
চাকরির স্থানপশ্চিম মেদিনীপুর
Join বাংলাপোর্টাল teligram channel

পশ্চিম মেদিনীপুরে ভূমি দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ 2022

পদের নাম ~ এখানে মোট 2 টি পদে নিয়োগ করা হচ্ছে। 1.Surveyor এবং 2.Clerk

যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

বয়স সীমা ~ এখানে আবেদন করার জন্য বয়স সীমা 01.07.2022 তারিখ অনুযায়ী 63 বছরের কম হতে হবে।

মোট শূন্যপদ ~ এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে। Surveyor পদের জন্য 5 টি এবং Clerk পদের জন্য 4 টি শূন্যপদ রয়েছে।

বেতন ~ Surveyor পদের পার্থীর বেতন রয়েছে 27,000 টাকা প্রতিমাসে এবং Clerk পদের জন্য 10,000 টাকা প্রতিমাসে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করার জন্য অনলাইনের সুবিধা না থাকায় পার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিসে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট এর অরিজিলান কপি নিয়ে ইন্টারভিউ দেওয়ার স্থানে পৌঁছাতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট ~

  • বয়সের প্রমাণপত্র
  • জাতিয় শংসাপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • নিজের সই করা ছবি
  • অন্যান্য ডকুমেন্ট

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরি পার্থীকে কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউর সময় ~ 12 জুলাই 2022 দুপুর 12 টাই

ইন্টারভিউর স্থান ~ পশ্চিম মেদিনীপুর জেলার DM অফিস

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত27.06.2022
ইন্টারভিউর তারিখ12.07.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment