PGCIL Diploma Trainee Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী পাওয়ার গ্ৰেড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৪২৫ টি শূন্যপদে Diploma Trainee পদে নিয়োগ করানো হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Power Grid Corporation of India (PGCIL) |
---|---|
পদের নাম | Diploma Trainee |
মোট শূন্যপদ | ৪২৫ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | powergridindia.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পাওয়ার গ্ৰেড কর্পোরেশনে নিয়োগ ২০২৩
পদের নাম
পাওয়ার গ্ৰেড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Diploma Trainee (Electrical)
- Diploma Trainee (Civil)
- Diploma Trainee (Electronics)
মোট শূন্যপদ
পাওয়ার গ্ৰেড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৪২৫ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
Diploma Trainee (Electrical) | ৩৪৪ টি |
Diploma Trainee (Civil) | ৬৮ টি |
Diploma Trainee (Electronics) | ১৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অফিশিয়াল বিজ্ঞপ্তিত অনুযায়ী।
বেতন
এখানে আবেদন করার জন্য নিবার্চিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
পাওয়ার গ্ৰেড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে Diploma Trainee পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করা হয়ে গেলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
আবেদনের শেষ তারিখ
পাওয়ার গ্ৰেড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০শে আগষ্ট ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ২৩শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: powergridindia.com
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here